
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের খবর বৃহস্পতিবার সকালে দুপ্তারা বাজারসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, আজিজুর রহমান মোল্লার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, আজিজুর রহমান মোল্লার বিরুদ্ধে জমি দখল, অবৈধ বালু ভরাট, মারধর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ নানা অভিযোগ দীর্ঘদিনের।
দুপ্তারা ইউনিয়নের বাসিন্দা জিয়াউল হক বেদন বলেন, “আওয়ামী লীগ সরকারের সময় আজিজের নির্যাতনে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। তার গ্রেপ্তারের খবরে আমরা খুশি হয়েছি।”
আরেক বাসিন্দা হান্নান বলেন, “ক্ষমতার অপব্যবহার করে তিনি নানা অপকর্ম করেছেন। ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করায় আমরা কৃতজ্ঞ।”
এছাড়া সাবেক মেম্বার আহসান, স্থানীয় বাসিন্দা রমজান ও আব্দুল মান্নানের স্ত্রীসহ একাধিক ব্যক্তি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সাধারণ মানুষের ওপর হামলা-মামলা দিয়ে হয়রানি করতেন আজিজুর রহমান মোল্লা।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।