
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ কার্যক্রমে গত ২৪ ঘণ্টায় ২৬ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (১৭ ডিসেম্বর) সদর মডেল থানা, ফতুল্লা মডেল থানা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, রূপগঞ্জ, সোনারগাঁও ও আড়াইহাজার থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
সদর মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে মো. আজিজুর রহমান (৪০), জহিরুল ইসলাম শান্ত (২৯) ও মো. রবিউল হোসেনকে (৬১)।
ফতুল্লা মডেল থানা পুলিশ মো. আরাফাত হোসেন (৩৩) এবং মো. ফয়েজ আহম্মেদ ওরফে বরফি চোরা মাইজা ফয়েজকে (৫০) গ্রেপ্তার করে।
সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে নূর সালাম (৬৫), মো. জুয়েল (৩৫), মো. সেন্টু (৩৭), মো. নাঈম হোসেন (২৯), ফিরোজ (৩৫), মো. বাপ্পি (৩৮), রফিকুল ইসলাম (৪৩) ও মো. মিলন শেখকে (৩৬)।
বন্দর থানা পুলিশ গ্রেপ্তার করেছে আরিফ হোসেন (৩৭), মো. ইয়াকুব আলী (৬৫) ও মাইদুল ইসলামকে (২৯)।
রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে মোহাম্মদ উল্লাহ (৫২), মো. রাকিব মোল্লা (৩৪), ফয়সাল আহাম্মেদ (২৮), দ্বীন ইসলাম অপু (৩৬), মো. মহর আলী (২৮) ও মো. লিটনকে (৩৫) আটক করা হয়।
সোনারগাঁও থানা পুলিশ হিরা (৩৩) ও মো. আঃ রহমানকে (৫৮) গ্রেপ্তার করে।
এছাড়া আড়াইহাজার থানা পুলিশ জমির আলী (৫৭) ও মো. আজিজুর রহমান মোল্লাকে (৬৬) আটক করে।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশনস) তারেক আল মেহেদী বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে একই দিনে জেলার সাতটি থানা এলাকায় স্থাপিত সাতটি চেকপোস্টে ব্যাপক তল্লাশি চালানো হয়। এ সময় ২৮০টি যানবাহন ও ৩৪৮টি মোটরসাইকেল তল্লাশি করা হয়। ট্রাফিক আইন লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে ২৪টি প্রসিকিউশন দেওয়া হয়েছে এবং ১৪টি মোটরসাইকেল আটক করা হয়েছে।