1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডেভিল হান্ট অভিযান: মহানগর আওয়ামীলীগ নেতা রবিউল গ্রেপ্তার বন্দরে স্বামীকে পুড়িয়ে হত্যার চেষ্টায় স্বামী আটক ফতুল্লায় আওয়ামীলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার টাকা–টিকিট–পিছু হটা : নারায়ণগঞ্জ-৫ এ বিএনপির প্রার্থী বিপর্যয় আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেপ্তার, না হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা আড়াইহাজারে ৮ দাবিতে কৃষি ইনস্টিটিউটে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন র্যাব-১১ এর অভিযান: হাদির উপর ব্যবহৃত পিস্তলসহ গ্রেফতার ১ নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীর ব্যক্তিগত সিদ্ধান্ত-স্বরাষ্ট্র উপদেষ্টা আড়াইহাজারে ডাকাত-পুলিশ সংঘর্ষ, আহত ২ স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘেরাও ওসমান পরিবারকে গ্রেপ্তার দাবি

আড়াইহাজারে ডাকাত-পুলিশ সংঘর্ষ, আহত ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদাসাদী এলাকায় এক পাওয়ার লুম ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে ককটেল বিস্ফোরণ ও পুলিশের গুলির ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীসহ দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী হাজী আব্দুর রব জানান, রাতের আঁধারে ১৫ থেকে ২০ জন মুখোশধারী ডাকাত কেচি গেট ভেঙে তার বাড়িতে প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতরা প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৭ লাখ ২০ হাজার টাকা লুট করে নেয়।

ডাকাতির খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ডাকাতদের আটক করার চেষ্টা হিসেবে পুলিশ প্রায় ১০ রাউন্ড গুলি ছোড়ে। তবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাত দল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হয়।

এ ঘটনায় ব্যবসায়ী হাজী আব্দুর রব এবং তার পাওয়ার লুমের শ্রমিক আব্দুল আহত হন। গুরুতর আহত শ্রমিক আব্দুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। হাজী আব্দুর রব আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ডাকাতির খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট