1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ধানের শীষের প্রার্থীর কণ্ঠে হুমকি—ভাইরাল অডিও তোলপাড় হাদীকে গুলি: ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ফয়সালের স্ত্রী-শ্যালকসহ তিনজন আটক সোনারগাঁয়ে মেলার নামে মাদক ও জুয়ার দোকানপাট ভাংচুর করলো প্রশাসন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি—আমরা সবাই জনগণের চাকর-ডিসি খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোহাম্মদ আলীর কোরআন খতম-দোয়া স্বতন্ত্র প্রার্থী সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন অভিযোগ জামায়াত প্রার্থীর জামায়াতের তোপের মুখে ওসমানীয় ওসি মন্জুর কাদের, ছাড়িয়ে নিলো বিএনপি নারায়ণগঞ্জ-৩ আসন সন্ত্রাসীদের রাজনীতির ভারে জর্জরিত: অঞ্জন দাস ‘স্বাধীনতার ৫৪ বছরেও মুক্তিযুদ্ধের চেতনা পূর্ণতা পায়নি’ সোনারগাঁয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

ধানের শীষের প্রার্থীর কণ্ঠে হুমকি—ভাইরাল অডিও তোলপাড়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে
Oplus_131072

যুগের নারায়ণগঞ্জ:
মাত্র দুই মাসের ব্যবধানে আবারও চরম বিতর্কে জড়ালেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ।

এর আগে বিলাসবহুল ও কোটি টাকা মূল্যের একাধিক গাড়ি ব্যবহারের অভিযোগে সমালোচিত হওয়ার পর এবার এক ছাত্রদল নেতাকে ‘হাত-পা ভেঙে এলাকাছাড়া করার’ হুমকির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

এ সংক্রান্ত তিন মিনিট তিন সেকেন্ডের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে স্থানীয় রাজনীতি অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। অডিওতে ছাত্রদল নেতা আবু হানিফ রাসেল ভূঁইয়াকে সরাসরি হুমকি দেওয়ার কণ্ঠ শোনা যায় বলে দাবি করা হচ্ছে। এর পরপরই রাসেল ভূঁইয়ার আরও একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে চরম আতঙ্কের মধ্যে হুমকির বিষয়টি এড়িয়ে যেতে দেখা যায়। ভিডিওতে দুইজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে সঙ্গে নিয়ে তিনি ঘটনাটি আড়াল করার চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, আবু হানিফ রাসেল ভূঁইয়া আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার বাসিন্দা এবং নজরুল ইসলাম আজাদের প্রতিবেশী। তিনি বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী ও দলটির সহঅর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারী হয়ে নির্বাচনি মাঠে কাজ করছিলেন। এ কারণেই তাকে হুমকি দেওয়া হয়েছে বলে তার দাবি।

জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আবু হানিফ রাসেল ভূঁইয়া বলেন, শুক্রবার সন্ধ্যায় মোবাইল ফোনে তাকে কল করেন নজরুল ইসলাম আজাদ। ফোনালাপে সুমনের পক্ষে কাজ বন্ধ না করলে ‘হাত-পা ভেঙে ফেলা’, এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা এবং ব্যবসা-বাণিজ্য গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

ভাইরাল হওয়া অডিও ক্লিপে নজরুল ইসলাম আজাদকে বলতে শোনা যায়,
“তুমি আমার কথা রেকর্ড কইরা রাইখো… যদি মনোনয়ন চেঞ্জ না হয়, তাহলে তুমি আর কোনোদিন পাচরুখীতে আসবা না… নাইলে কিন্তু তোমার হাত-পা কিছু থাকবে না।”

এ সময় রাসেল নিজেকে নির্দোষ দাবি করলে তাকে আরও অশালীন ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

রাসেল ভূঁইয়া জানান, হুমকির পর থেকে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং শুক্রবারের পর থেকে বাড়িতে যাননি। তার দাবি, শনিবার রাতে নজরুল ইসলাম আজাদ তার লোকজনকে তার বাড়িতে পাঠিয়েছেন। বিষয়টি তিনি দলীয় জ্যেষ্ঠ নেতাদের অবহিত করেছেন বলেও জানান।

এ বিষয়ে বিএনপির সহঅর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন বলেন,
“আমি অডিও রেকর্ডটি শুনেছি। ভিন্নমতের প্রতি সহনশীলতা জাতীয়তাবাদী রাজনীতির একটি মৌলিক শিক্ষা। একজন দলীয় নেতার এমন আচরণ আমাকে মর্মাহত করেছে। দল এ বিষয়ে যে সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত।”

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদের একাধিক মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে একটি নম্বর বন্ধ পাওয়া যায়, অন্য নম্বরে ফোন রিসিভ করা হয়নি।

এদিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন,
“ভাইরাল অডিও ক্লিপটি এখনো আমার নজরে আসেনি। এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের প্রাক্কালে এ ধরনের হুমকি ও অভ্যন্তরীণ কোন্দল শুধু দলের ভাবমূর্তিই ক্ষুণ্ন করছে না, বরং নির্বাচনী পরিবেশ নিয়েও প্রশ্ন তুলছে। এখন দেখার বিষয়, দলীয়ভাবে বিএনপি এই অভিযোগের বিষয়ে কী ধরনের পদক্ষেপ নেয় এবং আইনশৃঙ্খলা বাহিনী কী ভূমিকা পালন করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট