1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ধানের শীষের প্রার্থীর কণ্ঠে হুমকি—ভাইরাল অডিও তোলপাড় হাদীকে গুলি: ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ফয়সালের স্ত্রী-শ্যালকসহ তিনজন আটক সোনারগাঁয়ে মেলার নামে মাদক ও জুয়ার দোকানপাট ভাংচুর করলো প্রশাসন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি—আমরা সবাই জনগণের চাকর-ডিসি খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোহাম্মদ আলীর কোরআন খতম-দোয়া স্বতন্ত্র প্রার্থী সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন অভিযোগ জামায়াত প্রার্থীর জামায়াতের তোপের মুখে ওসমানীয় ওসি মন্জুর কাদের, ছাড়িয়ে নিলো বিএনপি নারায়ণগঞ্জ-৩ আসন সন্ত্রাসীদের রাজনীতির ভারে জর্জরিত: অঞ্জন দাস ‘স্বাধীনতার ৫৪ বছরেও মুক্তিযুদ্ধের চেতনা পূর্ণতা পায়নি’ সোনারগাঁয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

নারায়ণগঞ্জ-৩ আসন সন্ত্রাসীদের রাজনীতির ভারে জর্জরিত: অঞ্জন দাস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৩ আসনে গণসংহতি আন্দোলনের প্রতীক ‘মাথাল’ মার্কায় মনোনীত প্রার্থী, গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান ও গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস সোনারগাঁয়ের কাইকারটেক হাটে ‘জনতার হাটসভা’ পরিচালনা করেছেন।

হাটের ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, দিনমজুর ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ হাটসভা প্রাণবন্ত হয়ে ওঠে। বাজারের মাঝখানে আয়োজিত এই সভায় স্থানীয় মানুষের নানা প্রশ্ন, অভিযোগ ও প্রত্যাশার কথা শোনেন অঞ্জন দাস এবং সেগুলোর জবাব দেন।

হাটসভায় বক্তব্যে অঞ্জন দাস বলেন, নারায়ণগঞ্জ-৩ আসন আজ বেকারত্ব, শ্রমিক নিপীড়ন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের চরম অব্যবস্থাপনা এবং দখল-চাঁদাবাজির রাজনীতির ভারে জর্জরিত। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হলো সাধারণ মানুষের অধিকারভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করা। তিনি বলেন, গণসংহতি আন্দোলন কোনো লুটেরা গোষ্ঠী কিংবা ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করে না। আমরা শ্রমিক, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, নারী ও তরুণদের কণ্ঠস্বর হয়ে সংসদে কথা বলতে চাই।

তিনি আরও বলেন, ‘মাথাল’ মার্কা মানে মাথা উঁচু করে বাঁচার প্রতীক। এটি শ্রমিকের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম, নারীর মর্যাদা ও নিরাপত্তা এবং যুবসমাজের জন্য টেকসই কর্মসংস্থানের প্রতীক। ভয় নয়, সংগঠিত জনশক্তিই পারে এই অন্যায় ও বৈষম্যের রাজনীতিকে পরাজিত করতে। তিনি আসন্ন নির্বাচনকে গণমানুষের অধিকার পুনরুদ্ধারের গণভোটে পরিণত করার আহ্বান জানান।

হাটসভায় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, নারী সংহতি জেলা আহ্বায়ক নাজমা বেগম, সোনারগাঁ থানা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক মোমেন হাসান প্রান্ত ও সম্পাদক মো. মোবাশ্বির হোসাইন, বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার প্রচার সম্পাদক শাকিব সানি, সদস্য রাতুল দেওয়ানসহ গণসংহতি আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট