
যুগের নারায়ণগঞ্জ:
ইনকিলাব মঞ্চের নেতা ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ উসমান হাদি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলা ও গুলির ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে সাইনবোর্ড এলাকার রঘুনাথপুর (পাসপোর্ট অফিস) থেকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে জেলা বিএনপির ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম টিটু বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন। আমরা সেই নির্দেশনা অনুযায়ী কেবল একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারকে সহযোগিতা করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “বিগত সময়ে স্বৈরাচার শেখ হাসিনা দিনের ভোট রাতে করে এবং ব্যাপক দুর্নীতির মাধ্যমে টানা তিনবার রাষ্ট্র পরিচালনা করেছেন। দুঃখজনক হলেও সত্য, আজও আমরা দেখছি সেই স্বৈরাচারের প্রেতাত্মারা দেশে সক্রিয় রয়েছে। নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই এসব গুলি ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে।”
শহিদুল ইসলাম টিটু অভিযোগ করে বলেন, “দেশি-বিদেশি শক্তির মদদে একটি চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা এই ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাই এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
জেলা বিএনপির ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলে আরও অংশগ্রহণ করেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের সভাপতি মো. মন্টু মিয়া, জেলা মহিলা দলের সহ-সভাপতি রোজিনা আক্তার, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।