1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন

সোনারগাঁয়ে উপজেলা ভুমি কর্মকর্তাদের পক্ষ থেকে ইউএনওকে বিদায়ী সংবর্ধনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বদলি জনিত কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভুমি কার্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

সোনারগাঁ উপজেলা ভূমি কর্মকর্তাদের আয়োজনে মঙ্গলবার দুপুরে এ সংবর্ধনা প্রদান করা হয়।এ সময় সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান ও ফাইরুজ তাসনীম বিদায়ী ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে ইউএনও ফারজানা রহমান সোনারগাঁয়ে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি নিষ্ঠা, আন্তরিকতা ও মানবিক আচরণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন।

বিদায়ী বক্তব্যে ইউএনও ফারজানা রহমান সোনারগাঁয়ে কর্মকালীন সময়কে স্মরণীয় উল্লেখ করে বলেন, এ উপজেলার মানুষের আন্তরিকতা আমার কাছে সব সময় অনুপ্রেরণা হয়ে থাকবে। পরে উপজেলা কর্মকর্তাদের পক্ষ থেকে বিদায়ী ইউএনওর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ফাইরুজ তাসনীম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, প্রধান সহকারী মুক্তার হোসেন,কানুনগো জাহাঙ্গীর হোসেন, নাজির কাম ক্যাশিয়ার নুর হোসেন, ইমরান হোসেন,নামজারী সহকারী ফৌজিয়া আক্তার,সার্ভেয়ার মহসিন পাটোয়ারী, মোঃ কাউসার আলীসহ উপজেলায় কর্মরত বিভিন্ন ইউনিয়নের নায়েবগন ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট