1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বুদ্ধিজীবী হত্যা নিয়ে বিএনপি নেতা পাকনা টিপুর বক্তব্যে সমালোচনার ঝড় সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা তায়েব শিকদার গ্রেপ্তার ধানের শীষের প্রার্থীর কণ্ঠে হুমকি—ভাইরাল অডিও তোলপাড় হাদীকে গুলি: ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ফয়সালের স্ত্রী-শ্যালকসহ তিনজন আটক সোনারগাঁয়ে মেলার নামে মাদক ও জুয়ার দোকানপাট ভাংচুর করলো প্রশাসন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি—আমরা সবাই জনগণের চাকর-ডিসি খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোহাম্মদ আলীর কোরআন খতম-দোয়া স্বতন্ত্র প্রার্থী সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন অভিযোগ জামায়াত প্রার্থীর জামায়াতের তোপের মুখে ওসমানীয় ওসি মন্জুর কাদের, ছাড়িয়ে নিলো বিএনপি

নারায়ণগঞ্জ-৫ আসনে মাওলানা মইনুদ্দিনের গণসংযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ ব্যাপক গণসংযোগ করেছেন।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে আমলাপাড়া ও কালির বাজার এলাকায় এ গণসংযোগ করেন তিনি। এসময় তার সঙ্গে স্থানীয় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে মাওলানা মইনুদ্দিন আহমাদ স্থানীয় দোকানপাট ও পথচারীদের সঙ্গে কথা বলেন এবং ভোট প্রার্থনা করেন। তিনি উপস্থিত জনগণকে দাঁড়ি পাল্লা প্রতীকের জয় নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়া তিনি স্বৈরাচারী সরকারের কর্মকা- তুলে ধরেন এবং নির্বাচিত হলে এলাকার সমস্যাগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেবার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, “এই এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলো আমি নির্বাচিত হলে সমাধানের চেষ্টা করব। আমাদের দল জনগণের ভাগ্য উন্নয়নে বিশ্বাসী। জামায়াত যদি নির্বাচিত হয়, তবে নারায়ণগঞ্জ-৫ আসনকে উন্নত ও আদর্শ মডেল আসন হিসেবে গড়ে তুলবো। আমাদের মূল লক্ষ্য থাকবে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সন্ত্রাস নির্মূল।”

গণসংযোগে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন ও সহকারী সেক্রেটারি এইচ এম নাসিরউদ্দিন নেতৃত্বে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা প্রার্থীর সঙ্গে হাত মেলান এবং স্থানীয় সমস্যাগুলো তুলে ধরেন।

এছাড়া উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য ফরিদ উদ্দিন আহমেদ এবং মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান হোসেন মুন্না প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট