1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :

সোনারগাঁয়ে পরিবহন স্টান্ডে লাইনম্যান বসিয়ে বিএনপির দুই নেতার চাঁদাবাজি!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকার পরিবহন স্টান্ড থেকে দৈনিক চাঁদাবাজি করছেন বিএনপির দুই নেতা। উপজেলার দড়িকান্দি স্টান্ড সহ সনমান্দি ইউনিয়নের প্রায় অর্ধশত স্টান্ড দখল করে চাঁদাবাজি করছেন সনমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দীন মজনু ও তার ছোট ভাই যুবদল নেতা মুশফিকুর রহমান মোহন। গত কুরবানীর ঈদে অলিপুরা পশুর হাটটিও জোরপূর্বক টেন্ডারবাজি করে নিজ নামে দেয় এই যুবদল নেতা মোহন।

স্থানীয়রা জানান, উপজেলার সনমান্দি ইউনিয়নের সবচেয়ে ব্যস্ততম সড়ক দড়িকান্দি থেকে বাংলাবাজার হয়ে অলিপুরা বাজার এবং সেখান থেকে সনমান্দি বাজার হয়ে প্রেমেরবাজার পর্যন্ত। পৃথক এই রুটে অটো রিক্সা সিএনজি স্টান্ড থেকে প্রতিদিন চাঁদা আদায় করছে কথিত লাইনম্যানেরা। লাইনম্যানদের দাবি বিএনপি নেতা শাফির উদ্দীন মজনু ও মোহন লাইনম্যানদের চাঁদা সংগ্রহ করতে দায়িত্ব দিয়েছেন।

দড়িকান্দি স্টান্ড মধ্যবয়সী একজন প্রতিটি অটো থেকে যাত্রা প্রতি দশ টাকা ও সিএনজি থেকে যাত্রা প্রতি দশ টাকা চাঁদা আদায় করছে। যেখানে বাংলাবাজার যেতে আগে অটো রিক্সার ভাড়া ছিল ২০ টাকা, সেখানে চাঁদাবাজির কারনে এখন অটোর ভাড়া নিচ্ছে ৪০ টাকা। দশ টাকা চাঁদা দিয়েও ৩০ টাকা পাচ্ছে অটো ও সিএনজি চালকেরা। একইভাবে ভারি যানবাহন থেকে ৫০ টাকা থেকে শুরু করে ৫’শ টাকা পর্যন্ত চাঁদাবাজি করছেন ওই ব্যক্তি। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার সাথে অশোভন আচরণ করছেন এমনকি মারধর করা হচ্ছে। কিন্তু বিএনপির দুই নেতার ভয়ে কেউ মুখ খুলছেন না। বিগত ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দড়িকান্দি স্টান্ডসহ এসব স্টান্ড থেকে চাঁদাবাজি শুরু হয়েছে প্রশাসনের নাকের ঠগায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট