1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
অসুররা চিরদিন পরাজিতই হবে: মঈন খান বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান

নারায়ণগঞ্জ বার নির্বাচন : হুমায়ূন-আনোয়ার প্যানেলের ব্যাপক প্রচারণা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রচারণার শেষ দিনে জমজমাট হয়ে ওঠে আদালতপাড়া। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল থেকেই বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা ব্যাপক প্রচারণা চালান।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা সরকার হুমায়ূন কবির ও আনোয়ার প্রধানের নেতৃত্বে আদালতপাড়ায় গণসংযোগ করেন। এসময় সিনিয়র ও জুনিয়র আইনজীবীদের সঙ্গে নিয়ে তারা ভোটারদের কাছে নীল দলের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং স্লোগান দিয়ে আদালত প্রাঙ্গণ ও বার ভবন প্রদক্ষিণ করেন।

প্রচারণা শেষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত সভাপতি প্রার্থী অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির বলেন, “আমরা আইনজীবীদের উন্নয়নে কাজ করতে চাই। আইনজীবীদের অর্থ সংরক্ষণ করাই আমাদের লক্ষ্য। ব্যাপক সাড়া পেয়েছি ভোটারদের কাছে। আশা করি তারা আবারও আমাদের নির্বাচিত করবেন।”

প্রচারণায় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি প্রার্থী কাজী আব্দুল গাফ্ফার, সহসভাপতি প্রার্থী সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ প্রার্থী শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক প্রার্থী মাইন উদ্দিন রেজা, লাইব্রেরি সম্পাদক প্রার্থী হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক প্রার্থী আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক প্রার্থী রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক প্রার্থী মামুন মাহমুদ, কার্যকরী সদস্য প্রার্থী আনিসুর রহমান, ফাতেমা আক্তার সুইটি, তেহসিন হাসান দিপু, দেওয়ান আশরাফুল ইসলাম ও আবু রায়হান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট