1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন

অতিরিক্ত টোল বৃদ্ধির প্রতিবাদে নবীগঞ্জে সিএনজি চালকদের বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অনুমোদিত টোলের অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন নবীগঞ্জ ঘাট সিএনজি স্ট্যান্ডের চালকরা।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে তারা অটোরিকশা চলাচল বন্ধ রেখে স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে থানার সামনে বিক্ষোভ মিছিল করে লিখিত অভিযোগ দেন বন্দর থানাসহ বিভিন্ন দপ্তরে।

অভিযোগে বলা হয়, অনুমোদিত নিয়ম অনুযায়ী প্রতিটি সিএনজি থেকে দৈনিক ২০ টাকা টোল নেওয়ার কথা থাকলেও ইজারাদার মো. মাসুদ রানা ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ৪০ টাকা আদায় করছেন। সম্প্রতি টোল ৫০ টাকা করার ঘোষণা দিলে চালকরা তা প্রত্যাখ্যান করে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি তাদের বিশ্রামাগার অফিস দখল করে রাখার অভিযোগও তোলা হয়।

এ বিষয়ে চালকদের পক্ষে আব্দুর রহিম লিখিত অভিযোগ দাখিল করেন। চালকরা বলেন, “বৈধ টোল আদায়ের নিশ্চয়তা ও দখলকৃত অফিস উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।” তারা বিষয়টি ইউএনও, সিটি কর্পোরেশন ও সেনাবাহিনীর কাছেও অনুলিপি আকারে দিয়েছেন।

অভিযোগ অস্বীকার করে টোল ইজারাদার মাসুদ রানা বলেন, “নবীগঞ্জ স্ট্যান্ডে চোরাই গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছি। চালকদের অভিযোগ মিথ্যা ও বানোয়াট। সিটি কর্পোরেশনের ধার্যকৃত টোলই আদায় করা হচ্ছে, বাড়তি নয়।”

বন্দর থানার সেকেন্ড অফিসার জলিল ম-ল বলেন, “আপনারা ধৈর্য ধরুন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট