1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ উপহার দিতেই আমাদের প্রচেষ্টা-এসপি নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ ভাবে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত-ডিসি বন্দরে স্কুলছাত্র রবিউল নিখোঁজ ত্রয়োদশ সাংসদ নির্বাচন: নারায়ণগঞ্জে মনোনয়নপত্র সংগ্রহ করলেন যারা সোনারগাঁয়ে ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২ আড়াইহাজারে আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করায় মিষ্টি বিতরন নারায়ণগঞ্জে বহিরাগতদের নিয়ন্ত্রনে বিএনপির কতৃত্ব! বিএনপি প্রার্থী মান্নানের দুই পাশে ৩ নেতার নির্লজ্জ কর্মকাণ্ডে ক্ষুব্ধ নেতাকর্মীরা! জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা শপিং করা নিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্যে স্ত্রীর ‘আত্মহত্যা’

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের উদ্যোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ডিএনডি প্রকল্পভুক্ত এলাকাজুড়ে ১১ কিলোমিটার খাল উদ্ধারে নেমেছে প্রশাসন। ”

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ফতুল্লার কাইয়ুমপুর এলাকার একটি খাল পরিষ্কার কার্যক্রমের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের সূচনা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “নারায়ণগঞ্জ শহরের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো জলাবদ্ধতা। দুই দশকেরও বেশি সময় ধরে মানুষ এর ভোগান্তিতে আছে। আমরা পূর্ব লালপুর, পাইওনিয়ার মসজিদ, ডিএনডি বাঁধসহ বিভিন্ন এলাকা ঘুরে খালের অবস্থা পর্যালোচনা করেছি। পরবর্তীতে একটি কমিটি গঠন করে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়। সেই ভিত্তিতে প্রকল্প অনুমোদন পেয়েছি।”

তিনি আরও বলেন, “আমাদের মূল কাজ এখন ১৭ কিলোমিটার ব্লক হয়ে থাকা খাল উদ্ধার করা। পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে ৯টি খালের ৫৬টি পয়েন্টে কাজ শুরু করেছে। প্রায় ১১ কিলোমিটার খাল পরিষ্কার করা হবে। ভবিষ্যতে এসব খালকে মাছের অভয়ারণ্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।”

জেলা প্রশাসক বলেন, “আমাদের অঙ্গীকার, শহরের জলাবদ্ধতা সহনীয় পর্যায়ে আনা। খালগুলো উদ্ধারের পর নারায়ণগঞ্জবাসীকে অনুরোধ করছি—দয়া করে কেউ ঘরের আসবাবপত্র ফেলে খাল ভরাট করবেন না।”

এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, ফতুল্লা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সিদ্ধিরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) দেবযানি কর সহ সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট