1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন

শ্রমিকদের সমাবেশ, ২৮ মে’র মধ্যে বেতন-বোনাস পরিশোধের দাবি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গার্মেন্ট শ্রমিকদের বেতন-বোনাস ও অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকাল ৩টায় গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, নারায়ণগঞ্জ জেলা কমিটি এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি দুলাল সাহা।

সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট মন্টু ঘোষ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক আঃ সালাম বাবুল, সাংগঠনিক সম্পাদক একেএম আনিসুজ্জামান, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, নেত্রী মৈত্রী ঘোষ, মো. রাকিব হোসেন, রাব্বি মিয়া, তোফাজ্জেল হোসেন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, “আসন্ন ঈদের আগে আগামী ২৮ মে’র মধ্যে গার্মেন্ট শ্রমিকদের বেতন, বোনাস ও সকল বকেয়া পরিশোধ করতে হবে। শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ করতে হবে এবং শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।”

তারা আরও বলেন, “সরকার শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে সরকারের যে ১৮ দফা সমঝোতা হয়েছে, তা বাস্তবায়ন করতে হবে। একইসঙ্গে শ্রমিকদের জন্য কারখানাভিত্তিক রেশন ও বাসস্থানের ব্যবস্থাও করতে হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট