1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

ফতুল্লা প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, সাংবাদিক জিসানের মুক্তির দাবী ও কুচক্রী মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ফতুল্লার সাংবাদিকেরা। 

মঙ্গলবার (২০ মে) ফতুল্লা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

এসময় ফতুল্লা থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম বলেন, আপনারা যদি সাংবাদিকদের মামলা দিতে চান তাহলে এর বিরুদ্ধে আমরাও রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলবো। সাংবাদিক সমাজ কারও পক্ষে বা বিপক্ষে লেখি না। আমরা যা দেখি যা বুঝি তাই লিখি। আমরা দেশের স্বার্থে লিখি। আমরা পুলিশ কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতিপক্ষ নই।

তিনি আরো বলেন, আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক মহলের ইন্ধনে পুলিশ প্রশাসন সাংবাদিকদের হয়রানির চেষ্টা করছে। আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাই, আপনারা এসকল অপচেষ্টা বন্ধ করুন। সাংবাদিকদের টুঁটি চেপে ধরার চেষ্টা করলে এর পরিনতি ভাল হবে না।

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম মুন্সী,  সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন,  ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুজন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক মোঃ সোহেল, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা শাহাদাত হোসেন,  ডেইলি  স্টারের জেলা প্রতিনিধি সৌরভ হোসেন সিয়াম,সাংবাদিক মাসুদ আলী, শাকিল আহমেদ ডিয়েল, পম আজিজ, সেলিম হোসেন, সোহেল রানা, জসিমউদদীন, জাহাঙ্গীর হোসেন, রাকিব চৌধুরী শিশির, মিতু,লিজা,আনোয়ার হোসেন সজিব, জুয়েল চৌধুরী, ফজলুল হক পলাশ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট