1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন

রাস্তায় হাট বসানো অনুমোদন কোনভাবেই দিবো না: ডিসি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘গরুর হাটের ক্ষেত্রে পরিস্কারভাবে বলে দিতে চাই, কোনোভাবেই রাস্তায় পাশে বা রাস্তায় হাট বসানো যাবে না। আমরা এটি কোনভাবেই অনুমোদন দেব না।’

সোমবার (১২ মে) দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

জেলা প্রশাসক বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষ স্বস্তিতে জীবন পার করবে। এখানে ছিনতাই ও অন্যান্য অপরাধ থাকবে না। মাদকের বিষয়টি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যারা মাদকের বিরুদ্ধে কাজ করছে, তাদের প্রতি আমার আহ্বান, আগামী ৭ দিনের মধ্যে যেন একটি দৃশ্যমান অগ্রগতি দেখতে পারি। ঈদ যাত্রায় যাতে সবাই নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারে, সেই লক্ষ্যে আমরা ঈদুল ফিতরের মতো করে প্রস্তুতি নিচ্ছি।’

সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ৩’শ শয্যা হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, আনসার ও গ্রাম প্রতিরক্ষার জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্যবসায়ী নেতা, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট