যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়ন ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আগামী (১২ এপ্রিল) একই দিনে ফতুল্লা থানা বিএনপির দুই গ্রুপের পাল্টপাল্টি জনসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি ফতুল্লা থানার ডিআইটি মাঠ ও ভূইগড় কড়ইতলা মাঠে সমাবেশের ঘোষণা দিয়েছে থানা বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীরা। গতকাল সোমবার (৭ এপ্রিল) ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল বারী ভূঁইয়া দুটি পৃথক বিজ্ঞপ্তিতে একথা জানান।
আগামী শনিবার বিকেল ৪ টায় ফতুল্লা থানার ডিআইটি মাঠে একাংশের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। সমাবেশে সভাপতিত্ব করবেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু এবং সঞ্চালনায় থাকবেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। একই দিনে বিকেলে ফতুল্লা থানার ভূইঘর এলাকার কড়ইতলা মাঠে সমাবেশ করবে ফতুল্লা থানা বিএনপির অন্য অংশটি। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন।
সমাবেশে সভাপতিত্ব করবেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ সুলতান মাহমুদ মোল্লা। দুই গ্রুপের নেতৃবৃন্দ জনসমাবেশকে সফল করতে সার্বিক প্রস্তুতি শুরু করেছেন। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর ফতুল্লায় বড় জনসমাবেশের ডাক দেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। এ সমাবেশকে ঘিরে ফতুল্লায় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। সমাবেশ সফল করার জন্য তারা ব্যাপক প্রস্তুতিও নিয়েছেন। সেই লক্ষে গত শনিবার (৫ এপ্রিল) বিকাল ৪টায় ফতুল্লা পারিবারিক মিলনায়তনে জনসমাবেশ সফল করতে এক প্রস্তুতিমূলক সভা করেন টিটু ও রিয়াদ চৌধুরীসহ ফতুল্লা থানা বিএনপির একাংশের নেতাকর্মীরা। যার পরপরই ফতুল্লায় জেলঅ বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিনের দুইটি ঈদ পূর্ণমিলনী উৎসব অনুষ্ঠিত হয়। যার পরপরই ফতুল্লা থানা বিএনপির আরেকাংশ গ্রুপ সাধারণ সম্পাদক বারী ভূঁইয়া ও সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ একই দিনে থানা বিএনপির আরেক জনসমাবেশের ডাক দেন। কিন্তু সেখানে স্থান একই জায়গায় না হলে ও একই থানার দুই গ্রুপের সমাবেশ। একই দিনে থানা বিএনপির দুই গ্রুপের অনুষ্ঠান নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে ফতুল্লা জুড়ে। অনেকেই বলছে এক গ্রুপ আরেক গ্রুপে জনসম্পৃক্ততা কমাতে এই পদক্ষেপ নিয়েছেন।
সূত্র-যুগের চিন্তা