1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ উপহার দিতেই আমাদের প্রচেষ্টা-এসপি নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ ভাবে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত-ডিসি বন্দরে স্কুলছাত্র রবিউল নিখোঁজ ত্রয়োদশ সাংসদ নির্বাচন: নারায়ণগঞ্জে মনোনয়নপত্র সংগ্রহ করলেন যারা সোনারগাঁয়ে ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২ আড়াইহাজারে আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করায় মিষ্টি বিতরন নারায়ণগঞ্জে বহিরাগতদের নিয়ন্ত্রনে বিএনপির কতৃত্ব! বিএনপি প্রার্থী মান্নানের দুই পাশে ৩ নেতার নির্লজ্জ কর্মকাণ্ডে ক্ষুব্ধ নেতাকর্মীরা! জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা শপিং করা নিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্যে স্ত্রীর ‘আত্মহত্যা’

মসজিদের খতিব অপসারণকে কেন্দ্র করে সংঘর্ষ, ৬ জন আহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লার ভুঁইগড় রূপায়ন টাউন জামে মসজিদে খতিবকে অপসারণ করাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দু’পক্ষের লোকজন চেয়ার ছোঁড়াছুঁড়ি ও একে অপরকে হাতুড়িপেটা করেন। এতে খতিব মাওলানা জামাল উদ্দিনসহ ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে তারাবি নামাজের পরে মসজিদের নতুন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ খতিব জামাল উদ্দিনকে অপসারণের চিঠি দেন। এর প্রতিবাদে পুরনো কমিটির সদস্যরা নতুন কমিটির লোকজনের ওপর হামলা করলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় মসজিদের ভেতরে চেয়ার ছোঁড়াছুঁড়ি, হাতুড়িপেটা এবং দরজা-জানালা ভাংচুর করা হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, মসজিদের খতিব মাওলানা জামাল উদ্দিন বিগত আওয়ামীলীগ সরকারের আমলে তৎকালীন কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন। পরে, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ নতুন মসজিদ পরিচালনা কমিটি গঠন করেন এবং জামাল উদ্দিনকে অপসারণ করে নতুন খতিব নিয়োগের সিদ্ধান্ত নেন।

এ সময় নারীসহ বেশ কয়েকজন মুসুল্লি সংঘর্ষ থামানোর চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন। আহতদের মধ্যে খতিব জামাল উদ্দিনসহ ছয়জন শহরের ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা নেন।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে জুম্মার নামাজের পরে আহতরা এ ঘটনার বিচার দাবি করলে মসজিদে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম সময় সংবাদকে বলেন, “খবর পেয়ে আমি থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। পরে উভয়পক্ষের সাথে আলোচনা করে পরিস্থিতি শান্ত করি। এ ঘটনায় দু’পক্ষই থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট