1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন

প্রাক্তন স্বামীর বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ ছবি পোস্টের অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরের দাশেরগাঁও এলাকায় এক গৃহবধূর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ ছবি ও পোস্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

গৃহবধূ রেখা আক্তার জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার জলিকান্দি গ্রামের আনোয়ার হক ইদ্রিসের ছেলে জানে আলম জনির সাথে পারিবারিকভাবে তার বিয়ে হয়। ৭ বছরের দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়।

তিনি বলেন, “আমার প্রাক্তন স্বামী জনি পরকীয়ায় জড়িয়ে পড়ার পর আমাদের মধ্যে বিরোধ বাড়তে থাকে। আমি তার অত্যাচারের শিকার হয়ে গত বছরের ৪ জুন তাকে তালাক দেই। এরপর গত বছরের ২০ সেপ্টেম্বর বন্দরের দাশেরগাঁও এলাকার সানজিদের সাথে আমার নতুন বিয়ে হয়।”

রেখার অভিযোগ, তার নতুন বিয়ের পর জনি তার বর্তমান স্বামীর নামে ফেক ফেসবুক আইডি খুলে নানা কুৎসা ও অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, “শুধু তাই নয়, জনি আমার বর্তমান স্বামী সানজিদের মোবাইল নম্বর, আমার মোবাইল নম্বর ও আমার ভাইয়ের মোবাইল নম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এতে আমরা ক্রমাগত বিভিন্ন মানুষের ফোন কল ও বিরক্তির শিকার হচ্ছি।”

রেখা আক্তার জানান, তিনি সাইবার নিরাপত্তা আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

তিনি বলেন, “বর্তমানে আমরা সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই দ্রুত জনির গ্রেফতার দাবি করছি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট