1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল চাপায় এক শিশু নিহত, আহত ২ আড়াইহাজারে ছাত্রদল নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেয়ার আহ্বান মাও.জব্বারের ফেনসিডিলসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন জামায়াত ক্ষমতায় আসলে জনবান্ধব নারায়ণগঞ্জ গড়ে তুলা হবে-মাও.মাঈনুদ্দিন তারেক রহমানের জন্মদিন পালন করলেন মহানগর বিএনপি না.গঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যক্তিকে চা দোকানের সামগ্রী বিতরণ সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস পরিদর্শনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বিপ্লব ও সংহতি দিবস সফলে জেলা ও মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের সভা শহরে ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে উত্তেজনা: স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াকে গুলি

শামীম ওসমানের দোসর দীলিপকে গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৩৪৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
যৌথ বাহিনীর ডেভিলহান্ট অভিযানে সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠজন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন। তবে, আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার হলেও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ শামীম ওসমানের অন্যতম সহযোগী আওয়ামী দোসর দীলিপ মন্ডল এখনো রয়েছেন বহাল তরিয়তে।

বহু অপকর্মের হোতা আওয়ামী দোসর দীলিপ মন্ডল ছিলেন শামীম ওসমনের ঘনিষ্ট সহচর। গডফাদার শামীম ওসমানের আস্থাভাজন হওয়ার সুবাদে এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়ালেও টু শব্দ করারও সাহস পেত না কেউ। এদিকে, আওয়ামীলীগ নেতা এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান গ্রেপ্তার হওয়ার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বহু অপকর্মের হোতা দীলিপ মন্ডলকেও গ্রেপ্তারের দাবি উঠেছে।

এলাকাবাসী মনে করেন, পলাতক সাংসদ শামীম ওসমানের বিশ্বস্থ ভ্যানগার্ড ছিলেন এ কুলাঙ্গার দীলিপ। শামীম ওসমানের অনেক অপকর্মের প্রত্যক্ষদর্শী ও সহযোগীও ছিল এ দীলিপ মন্ডল। তাই দীলিপ মন্ডলকে গ্রেপ্তার করে রিমান্ড দেয়া হলে গডফাদার শামীম ওসমানের অনেক অজানা অপরাধের রহস্য উদঘাটন হওয়ার সম্ভবনা রয়েছে।

স্থানীয় এলাকার বাসিন্দা সাংবাদিক রনি দাস জানান, আমি এ এলাকার সন্তান হিসেবে সাক্ষ্য দিতে পারি আসাদুজ্জামান চেয়ারম্যান কখনই ক্ষমতার অপব্যবহার করেননি। এমনকি অর্থ বিত্তের লোভও তাকে কখনো গ্রাস করতে পারেননি। কারন, তারা বংশ পরম্পরাই অঢেল অর্থের মালিক ছিলেন তাই তাকে দলের নাম ভাঙ্গিয়ে কিছু করার প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না।

তবে, আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকার কারনে হয়তো দলীয় সিদ্ধান্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিলেও তার মধ্যে কখনো উগ্রতা লক্ষ্য করিনি। তবে, পরিতাপের বিষয় গডফাদার শামীম ওসমানের অন্যতম সহযোগী আওয়ামীলীগ নেতা দীলিপ মন্ডল ক্ষমতার স্বাদ এমন ভাবেই আস্বাদন করেছেন যে পাপকে কখনো অন্যায়ই মনে করেনি। চাঁদাবাজি, ঝুঁট সেক্টর নিয়ন্ত্রন, মন্দিরের অর্থ আত্মসাত, ব্ল্যাকমেইলিং, প্রতিপক্ষের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, মামলা বানিজ্য, ফিটিং বানিজ্যসহ তার নিজস্ব এলিভেন বাহিনীর মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

এমনকি বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে সাংসদ শামীম ওসমানের এজেন্ডা বাস্তবায়নের দায়িত্ব ছিল এ কুলাঙ্গারের উপরেই। বিশেষ পেশার লোক পরিচয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে নেতৃত্ব দেয়া নেতৃবৃন্দের গতিবিধির তথ্য পৌছে দেওয়াই ছিল তার উদ্দেশ্য। এছাড়াও তার এলিভেন ষ্টার নামক সন্ত্রাসী বাহিনী দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহতসহ আন্দোলনকারীদের উপর হামলা করারও অভিযোগ রয়েছে এ কুকুরের বিরুদ্ধে।

অথচ, এ কুলাঙ্গার দীলিপ এতটাই চতুর যে এত পাপ করার পরও এমন ভাব নিবে যে সে কিছুই জানেন না। তার মত ভদ্র জানোয়ার একটিও নেই। অথচ, এ জানোয়ার দীলিপ এতটাই নিষ্টুর ছিল যে নিজ স্ব-জাতির লোকজনদের যেভাবে অত্যাচার করেছে তা স্মরন হলে এখনো মানুষ আঁতকে উঠে। অথচ, এত পাপ করার পরও এ কুলাঙ্গারের বিরুদ্ধে মামলাতো দূরের কথা উল্টো কথিত বিএনপি নেতাদের শেল্টরে এখনো বীরদর্পে তার পূর্বের অপকর্ম চালিয়ে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট