1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেয়ার আহ্বান মাও.জব্বারের ফেনসিডিলসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন জামায়াত ক্ষমতায় আসলে জনবান্ধব নারায়ণগঞ্জ গড়ে তুলা হবে-মাও.মাঈনুদ্দিন তারেক রহমানের জন্মদিন পালন করলেন মহানগর বিএনপি না.গঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যক্তিকে চা দোকানের সামগ্রী বিতরণ সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস পরিদর্শনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বিপ্লব ও সংহতি দিবস সফলে জেলা ও মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের সভা শহরে ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে উত্তেজনা: স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াকে গুলি সর্বত্র সমালোচনা: এবার মাসুদুজ্জামানের পাশে ‘ওসমানীয় ঘনিষ্ঠ’ পলাতক কাউন্সিলর ! মহানগর বিএনপি’র নির্বাচনী প্রচারণা ও ৩১ দফার লিফলেট বিতরণ

আরেক ধাপ এগিয়ে মুক্তারপুর-পঞ্চবটি সড়ক আধুনিকায়নের কাজ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ
মুন্সীগঞ্জের মুক্তারপুর-পঞ্চবটি সড়ক আধুনিকায়নের কাজ এগিয়েছে আরেক ধাপ। দ্বিতল সড়কে ডেক্স স্ল্যাব বসানো শুরু হয়েছে। পাইল, পিয়ার ও ডেক্স প্যানেলসহ প্রকল্প জুড়েই কর্মযজ্ঞ। ২ হাজার ২৪২ কোটি ৭৭ লাখ টাকার এ প্রকল্পের অগ্রগতি এখন সাড়ে ৪৬ শতাংশ। আগামী ডিসেম্বরেই নতুন সড়কটি চালুর আশা করছেন প্রকল্প পরিচালক।

মুন্সীগঞ্জ জেলা শহরের সঙ্গে রাজধানীর সহজ যোগাযোগে পঞ্চবটি-মুক্তারপুর সড়ক আধুনিকায়নে পঞ্চবটি মোড় থেকে ছয় লেনে ৩১০ মিটার করে ফতুল্লা ও নারায়ণগঞ্জ দুই দিকে প্রসারিত। আর কাশীপুর থেকে চরসৈয়দপুর পর্যন্ত দোতলা দুই লেনে। পুরানো সড়কটি আরও দুই লেনে প্রশস্ত হবে এ অংশে। শীতলক্ষ্যা-৩ সেতুর গোল চত্বর থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত ৩ দশমিক সাত পাঁচ কিলোমিটার সড়ক সরাসরি চার লেন।

ধলেশ্বরী বুড়িগঙ্গা তীরে এখন দ্বিতল সড়ক। যানজট এড়িয়ে সড়ক কানেক্টিভিটির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। পাইল, পিয়ার ও ডেক্স প্যানেলসহ প্রকল্প জুড়েই কর্মযজ্ঞ। তবে এই সড়কের পঞ্চবটি থেকে পোস্তগোলা এবং শীতলক্ষ্যা-৩ সেতু থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে প্রশস্ত সড়ক করা গেলে সড়কটির গুরুত্ব আরও বাড়বে।

মুক্তারপুর-পঞ্চবটি সড়ক প্রশস্ত ও দোতলাকরণ প্রকল্পের ডেপুটি টিম লিডার প্রকৌশলী জহুরুল হক জানান, এখন যে গতিতে কাজ চলছে, সেটি বজায় থাকলে আশা করা যাচ্ছে আগামী ডিসেম্বরে কাজটি শেষ হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের লাখ লাখ মানুষ সরাসরি উপকৃত হবে। তাই দ্রুতগতিতে চলছে কর্মযজ্ঞ।

প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘বর্তমানে আমাদের প্রকল্পের অগ্রগতি সাড়ে ৪৬ শতাংশ। এখন দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে। আশাকরি নির্দিষ্ট সময়ের মাঝে কাজ শেষ করা যাবে।’

২ হাজার ২৪২ কোটি ৭৭ লাখ টাকার এই প্রকল্পটি বাস্তবায়ন করছে চিনা ঠিকাদারি প্রতিষ্ঠান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট