1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
যাত্রাবাড়ী থানায় শামীম–সেলিম ওসমানসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা শামীম ওসমানের সাবেক বডিগার্ড জিতু এখন বেপরোয়া! সিদ্ধিরগঞ্জে মান্নানের নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: দালাল সামছুর খপ্পরে সাধারন মানুষ রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি: সেই গুই রাকিব গ্রেফতার ফতুল্লায় ৩ কোটি টাকার দুয়ারী নেট জব্দ সোনারগাঁয়ে তরুন দলের নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সোনারগাঁয়ে মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপি নেতা কর্মীদের মানববন্ধন সাবেক মেয়র আইভীকে আরও ৫ মামলায় শোন এ্যারেষ্ট হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

আদমজী বিহারি ক্যাম্প সংলগ্ন বাজারে আগুন, ১০ দোকান ভস্মীভূত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারি ক্যাম্প সংলগ্ন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত প্রায় ১টা ৩০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। এতে বাজারের অন্তত ১০টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি টিম প্রায় ১ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ বিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া বলেন, “আগুনে দোকানগুলোর প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হলেও, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”

স্থানীয়রা জানান, আগুনের সূত্রপাত হওয়ার পর মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। তাদের অভিযোগ, বাজারে পর্যাপ্ত অগ্নি-নির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে প্রায় ৫ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির পাশাপাশি পুনরায় ব্যবসা শুরু করার অনিশ্চয়তা নিয়ে দুশ্চিন্তায় আছেন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত কার্যক্রম চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট