1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :

বন্দরে অটোর চাপায় শিশু শিক্ষার্থী নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ : বন্দরে অটো চাপায় আয়েশা আক্তার ওরফে নয়ন তারা (৪) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।  মঙ্গলবার দুপুরে বাজুরবাগ পাকা রাস্তা বাতেন মিয়ার বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।  নিহত শিশু মুছাপুর ইউপির পিচকামতাল গ্রামের রাজু মিয়ার মেয়ে।  সব সময়ে নিয়ন্ত্রণহীন ভাবে  ও বেপরোয়া গতিতে অটো চালানোর কারণে শিশু শিক্ষার্থী আয়েশা আক্তারের মৃত্যু হয় বলে এলাকাবাসীর অভিযোগ।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাঙ্গলবন্দ বাজার এলাকায় অবস্থিত  ইকরা কিন্ডারগার্টেন স্কুলের শিশু শ্রণির শিক্ষার্থী নয়ন তারা।  মঙ্গলবার  বেলা সাড়ে ১১ টার দিকে ছুটি শেষে হেঁটে নানা বাড়িতে যাওয়ার পথে পিচকামতাল-বাজুরবাগ পাকা রাস্তা বাতেন মিয়ার সামনে পৌঁছালে পেছন দিকে দিয়ে  দ্রুত গতিতে একটি অটোরিকশা ধাক্কা দেয়। এসময় শিশু শিক্ষার্থী ছিটকে রাস্তার পাশে বাউন্ডি দেয়ালে লেগে গুরুত্বর আহত হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত্যু বলে ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে  অটো চালক  মাহমুদ মিয়াকে আটক করে রেখেছে এলাকাবাসী। আটক চালক মাহমুদ  বাজুরবাগ গ্রামের মো. জালাল মিয়ার ছেলে।  নিয়ন্ত্রণহীন ভাবে অটো চালানোর কারণে শিশু শিক্ষার্থী আয়েশা আক্তারের মৃত্যু হয় বলে এলাকাবাসীর অভিযোগ।  

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট