1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :

ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৪০ ভরি স্বর্ণালংকার লুট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের কাঁচপুরে ডিবি পুলিশ পরিচয়ে যাত্রীবাহী বাস থেকে নামিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর ৪০ ভরি স্বর্ণালংকার লুটে করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার (২৮ অক্টোবর) রাতে লুটের পর ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দরের লাঙ্গলবন্দ ব্রিজের নিচে ওই ব্যবসায়ীকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

স্বর্ণ ব্যবসায়ী চন্দন রায় (৫৩) তিনি চট্রগ্রাম সদর থানার গোলাপ সিং লেন এলাকার মৃত সুকুমার রায়ের ছেলে।

ব্যবসায়ী চন্দন রায় জানান, ঢাকা তাঁতী বাজার থেকে ৪০ ভরি স্বর্ণালঙ্কার আমদানী করে গত সোমবার রাত সাড়ে ৮ টার দিকে সায়দাবাদ থেকে চট্রগ্রাম উদ্দেশ্যে হানিফ পরিবহনের একটি বাসে উঠেন। কাঁচপুর ব্রিজ ছেড়ে চলে আসার পর ডিবি পুলিশ পরিচয়ে আমাকে বাস থেকে নামিয়ে একটি নোহা গাড়ি তুলে নিয়ে যায়। গাড়িতে তুলে ৪ টি নতুন গামছা দিয়ে মুখ চোখ বেঁধে মারধর করে স্বর্ণের ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিয়ে রাত সাড়ে ৯ টার দিকে লাঙ্গলবন্দ ব্রিজের ডালে ফেলে দিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোকলেছুর রহমান জানান, ঘটনাস্থল ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকা। এ ঘটনায় মামলা সোনারগাঁও থানায় হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট