1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :

সিদ্ধিরগঞ্জে ২৬ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জে যাত্রী বাহী বাসে থেকে ৮ হাজার ৪ শত পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে করেছে জেলা মাদক নিয়ন্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী সেইন্টমার্টিন সৌহাদ্য নামের একটি বাসে এ অভিযান চালানো হয়।

আটককৃত যুবক হলো, চাঁদপুর জেলার শাহবাড়ি থানার টামটা ছৈয়াল বাড়ীর মোঃ আব্দুল মান্নানের পুত্র মোঃ রুবেল হোসেন(৩৪)।

জেলা মাদক নিয়ন্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক ইকবাল আহমেদ দীপু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে আজ সিদ্ধিরগঞ্জের সেইন্টমার্টিন সৌহাদ্য (ঢাকা মেট্রো-ব-১৩-২০০১) নামের যাত্রী বাহী বাসে অভিযান চালিয়েছি। এসময় মোঃ রুবেল হোসেন নামের এক যাত্রী কে আটক করা হয়েছে। যাত্রীর নিকট থেকে ৮ হাজার ৪ শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ মাদকের বর্তমান মূল্য প্রায় ২৬ লাখ টাকা। এ ঘটনায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট