
বন্দর প্রতিনিধি: বন্দরে যাত্রীবাহী শ্যামলী পরিবহনে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিছ ইয়াবাসহ মোঃ হোসাইন (২২) নামে এক রোহিঙ্গা শরণার্থী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হোসাইন সুদূর কক্সবাজার জেলার টেকনাফ থানার ক্যাম্প নং- ২৪ লেদা এলএমএক্স, ব্লক-ই রুম নং- ১৯৬ এর শরণার্থী ও লাল মিয়ার ছেলে। গ্রেফতারকৃতকে সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরন করা হয়েছে । এর আগে সোমবার (১৯ ফেব্রুয়ারি) সাড়ে ৫টায় বন্দর উপজেলার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনে সামনে উল্লেখিত যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ ওই রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিদর্শক ইকবাল হোসেন দিপু বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে যার মামলা নং- ২৪(২)২৪ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) এর সারণির ক্রমিক নং ১০ (গ)।
জানাগেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার মদনপুর রাফি ফিলিং স্টেশনে সামনে ঢাকা মেট্রো ব ১৪-৪৬ ৬২ নাম্বারের ঢাকাগামী শ্যামলী পরিবহনে তল্লাশি চালিয়ে উল্লেখিত ইয়াবা ট্যাবলেটসহ হোসাইন নামে এক রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার করতে সক্ষম হয়।