ফতুল্লা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর নির্বাচনে, তানভীর আহমেদ টিটু সভাপতি পদে নিবাচিত হওয়ায় কাশীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতির আলহাজ্ব আনিসুর রহমান শ্যামল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বাতায় শ্যামল জানায়, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং বিসিবি’র পরিচালক তানভীর আহমেদ টিটু নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী যুব লীগ কাশীপুর ইউনিয়ন শাখার নেতা কমীরা নব নিবাচিত সভাপতি দক্ষ সংগঠক তানভীর আহমেদ টিটু কে অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নিবাচনে
বিজয়ী সকল কে সাথে নিয়ে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড৷ কে আরও আধুনিক করে গরে তুলবে বলে আমরা মনে করি। উলেখ্য শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনের জন্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন তানভীর আহমেদ টিটু। সহ সভাপতি পদে এস এম রানা নির্বাচিত হন।