মোঃজাহিদ হোসেনঃ সারা দেশের ন্যায় দিনাজপুরে উৎসবমূখর ও আনন্দঘন পরিবেশে শুক্রবার থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বি তথা বাংলাদেশী হিন্দুু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। এবারে জেলায় ১ হাজার ২৮৪টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে দর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।সংখ্যার দিকে দিয়ে দিনাজপুরে দেশের দ্বিতীয় বৃহত্তম দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। গতবারের চেয়ে এবারে জেলায় পূজামন্ডপের সংখ্যা বেড়েছ ২০টি। গতবারে দিনাজপুর জেলায় ১২৬৪ মণ্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। আগামী ২০ অক্টোবর-২০২৩ শুক্রবার ষষ্ঠী পূজার মধ্যদিয়ে ৫ দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ২৪ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমীর মধ্য দিয়ে দূর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা শেষ হবে। প্রতিটি পূজামন্ডপে প্রতিমা শিল্পীরা নিপুণহস্তে দূর্গাকে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় রুপে সাজিয়ে তুুলেছেন।
দূর্গাপূজায় প্রতিটি মন্ডপের নিরাপত্তায় পুলিশ, আনসার-ভিটিপিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। পাশাপাশি র্যাব সদস্যদের টহল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের অভিযান টিম সার্বক্ষনিক দায়িত্ব পালন করবে। দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় জানান, জেলায় এবারে ১২৮৪টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ১৬৫টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। বীরগঞ্জ উপজেলায় ১৫৩টি, কাহারোলে ১০৯টি, বিরলে ৯৭টি, বোচাগঞ্জে ৮৩টি, চিরিরবন্দরে ১৫৬টি, খানসামায় ১৩৫টি, ফুলবাড়ীতে ৬৫টি, বিরামপুরে ৪২টি, নবাবগঞ্জে ৭৩টি, হাকিমপুরে ২১টি ঘোড়াঘাটে ৪০টি ও পার্বতীপুর উপজেলায় ১৪৮টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। তবে পুলিশ সুপার কার্যালয়ের তথ্যমতে জেলায় এবারে ১২৭৫টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মন্ডপের মধ্যে ২৯৮টি মন্ডপকে অধিক গুরুত্বপূর্ণ, ৪১২টি মন্ডপকে গুরুত্বপূর্ণ ও ৫৬৫টি মন্ডপকে সাধারণ মন্ডপ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় আরো জানান, জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে প্রতিটি মন্ডপের নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে এবং একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কোথাও কোন ধরনের সমস্যা দেখা দিলে স্বেচ্ছাসেবকরা কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করবে। তখন মন্দির কমিটি কন্ট্রোল রুমের সহযোগিতা নিতে পারবে। এদিকে শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে দূর্গোৎসব উদযাপনের জন্য অন্যান্য বারের ন্যায় এবারেও জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মন্ডপে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক দল থাকবে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও রাস্তাঘাটের খানাখন্দ মেরামতের জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে। ভক্তরা যাতে নিরাপদে মন্ডপে যেতে পারেন ও বাসায় ফিরতে পারেন সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে