1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান ঘনিষ্ঠ সানজিদ এখন স্বেচ্ছাসেবক দল নেতা পরিচয়ে বেপরোয়া এসএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াতে যানজট নিরসনে যুবদল ডিসির পরিদর্শনের পর খানপুর হাসপাতালের অনেক সমস্যার সমাধান জমি নিয়ে বিরোধে বাবাকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন ছেলে-মেয়ে সাত খুনের রায় দ্রুত কার্যকরের দাবিতে আইনজীবী ও স্বজনদের মানববন্ধন একটি চক্র পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: রিয়াদ সাত খুন: বিচার বিলম্বে হতাশ স্বজনরা নাঃ গঞ্জ মহানগর গার্মেন্টস শ্রমিকদলের ১১সদস্যের আহ্বায়ক কমিটি বন্দরে ক্রাউন সিমেন্টের গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে খাদে আহত-১ ঘোড়াঘাটে ১৯২৫হেক্টর জমিতে ভুট্টা চাষ উৎপাদন লক্ষ্যমাত্রা ২৩ হাজার মেঃটন

দিনাজপুর কেন্দ্রীয় শ্মশান ঘাটের দূর্গা মাতা মন্দিরের উদ্বোধনকল্পে যাবতী প্রস্তুতি সম্পন্ন-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৩ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধিঃ‘ধর্ম যার যার উৎসব সবার’ এই প্রতিপাদ্যকে সামনে
রেখে সাজ সাজ রবে দিনাজপুর ফুলতলা কেন্দ্রীয় শ্মশান ঘাটের শ্রী শ্রী দূর্গা মাতা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনকল্পে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফুলতলা কেন্দ্রীয় শ্মশান ঘাটের শ্রী শ্রী দূর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনকল্পে কমিটির উদ্যোগে দিন-রাত কাজ এগিয়ে চলেছে। বর্তমানে সাজসজ্জার যাবতীয় কার্যাাদি সম্পন্ন হয়েছে। আগামী শনিবার ৭ ই অক্টোবর (২০২৩ইং) সকাল ১১ ঘটিকায় দিনাজপুর ফুলতলা কেন্দ্রীয় শ্মশান ঘাটের শ্রী শ্রী দূর্গা মাতা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাটি ও মানুষের নেতা বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ ও দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম, অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন দিনাজপুর ফুলতলা কেন্দ্রীয় শ্মশান ঘাট ও হিন্দু সৎকার সমিতির সভাপতি সুনীল চক্রবর্তী। এই উদ্বোধন বিষয়ে দিনাজপুর জেলার পূজা উদ্যাপন পরিষদের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেন, দিনাজপুর সদরের সনাতন ধর্মাবলম্বীদের প্রানের দাবী এটি। অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আমরা সেই সন্ধিক্ষনের অপেক্ষায় রয়েছি। এটি উদ্বোধনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মাইল ফলক রচনা করবেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এটি দিনাজপুরের ঐতিহ্য, ধর্ম বর্ণ নির্মিশেষে সকলকে অংশগ্রহন করার জন্য অনুরোধ জানান।
এ দিকে দিনাজপুর ফুলতলা কেন্দ্রীয় শ্মশান ঘাট ও হিন্দু সৎকার সমিতির সভাপতি সুনীল চক্রবতী বলেন, আমরা অনেক আশা আকাঙ্খা নিয়ে প্রহর গুনছি শ্রী শ্রী দূর্গা মাতা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য।
স্বতঃস্ফুর্তভাবে সকলের অংশগ্রহনে উদ্বোধনের শুভ কাজ সম্পন্ন হবে। বিশে করে আমাদের সুযোগ্য জনপ্রতিনিধির সার্বিক সহযোগীতায় সনাতন ধর্মাবলম্বীদের এই আশা আকাঙ্খা পূরন হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট