দিনাজপুর প্রতিনিধিঃ‘ধর্ম যার যার উৎসব সবার’ এই প্রতিপাদ্যকে সামনে
রেখে সাজ সাজ রবে দিনাজপুর ফুলতলা কেন্দ্রীয় শ্মশান ঘাটের শ্রী শ্রী দূর্গা মাতা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনকল্পে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফুলতলা কেন্দ্রীয় শ্মশান ঘাটের শ্রী শ্রী দূর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনকল্পে কমিটির উদ্যোগে দিন-রাত কাজ এগিয়ে চলেছে। বর্তমানে সাজসজ্জার যাবতীয় কার্যাাদি সম্পন্ন হয়েছে। আগামী শনিবার ৭ ই অক্টোবর (২০২৩ইং) সকাল ১১ ঘটিকায় দিনাজপুর ফুলতলা কেন্দ্রীয় শ্মশান ঘাটের শ্রী শ্রী দূর্গা মাতা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাটি ও মানুষের নেতা বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ ও দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম, অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন দিনাজপুর ফুলতলা কেন্দ্রীয় শ্মশান ঘাট ও হিন্দু সৎকার সমিতির সভাপতি সুনীল চক্রবর্তী। এই উদ্বোধন বিষয়ে দিনাজপুর জেলার পূজা উদ্যাপন পরিষদের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেন, দিনাজপুর সদরের সনাতন ধর্মাবলম্বীদের প্রানের দাবী এটি। অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আমরা সেই সন্ধিক্ষনের অপেক্ষায় রয়েছি। এটি উদ্বোধনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মাইল ফলক রচনা করবেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এটি দিনাজপুরের ঐতিহ্য, ধর্ম বর্ণ নির্মিশেষে সকলকে অংশগ্রহন করার জন্য অনুরোধ জানান।
এ দিকে দিনাজপুর ফুলতলা কেন্দ্রীয় শ্মশান ঘাট ও হিন্দু সৎকার সমিতির সভাপতি সুনীল চক্রবতী বলেন, আমরা অনেক আশা আকাঙ্খা নিয়ে প্রহর গুনছি শ্রী শ্রী দূর্গা মাতা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য।
স্বতঃস্ফুর্তভাবে সকলের অংশগ্রহনে উদ্বোধনের শুভ কাজ সম্পন্ন হবে। বিশে করে আমাদের সুযোগ্য জনপ্রতিনিধির সার্বিক সহযোগীতায় সনাতন ধর্মাবলম্বীদের এই আশা আকাঙ্খা পূরন হবে।