নিজস্ব সংবাদদাতাঃ নারায়ণগগঞ্জ-৫ আসন থেকে চার নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নারায়ণগঞ্জের গণমানুষের নেতা প্রয়াত বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমান এর ৯ম মৃত্যুবার্ষিকী ৩০ এপ্রিল রবিবার। তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়ে।
রবিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় বন্দরে পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকায় অবস্থিত নাসিম ওসমান মডেল হাইস্কুল মাঠ প্রাঙ্গনে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পক্ষ থেকে একটি দোয়ার আয়োজন করা হয়েছে।
নারায়ণগঞ্জ বাসীর কাছে প্রয়াত সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নারায়ণগঞ্জের গণমানুষের নেতা প্রয়াত বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমানের জন্য দোয়া ও শান্তিকামনা করেছেন তাঁর দুই ভাই সংসদ সদস্য সেলিম ওসমান এবং শামীম ওসমান। তাঁরা রবিবারে দোয়ার আয়োজনের নারায়ণগঞ্জ ও বন্দরবাসীদের দলমত নির্বিশেষে উপস্থিত থেকে দোয়ায় শরীক হওয়ার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে।