1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ বলছে পলতাক: আড়াইহাজারে অস্ত্র মামলার আসামি ও সাবেক ছাত্রদল নেতার শোডাউন আমরা ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই পরাজিত করবে-এড.সাখাওয়াত খেজুর গাছ বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবে-কাসেমী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও ঐতিহাসিক হবে-ডিসি রূপগঞ্জে দুই সাংবাদিকদের উপর হমলা, গ্রেপ্তার-১ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক

ফতুল্লায় স্কুলছাত্রী অপহরনের পর উদ্বার যুবক আটক-যুগের নারায়ণগঞ্জঃ

ফতুল্লা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ২০৮ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ ফতুল্লা এক স্কুলছাত্রী (১৪)কে উদ্ধার করেছে র‌্যাব-১১। এছাড়া অপহরণের অভিযোগে ১ যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ফতুল্লার বিভিন্ন এলাকায় ওই অভিযান পরিচালনা করে তাদের আটক ও উদ্ধার করা হয়।
আটককৃত যুবকের নাম মোঃ জুম্মান (১৯)। সে রূপগঞ্জ উপজেলার দিঘীবরাবো, দক্ষিন যাত্রামুড়া এলাকার মতিউর রহমানের ছেলে এবং উদ্ধারকৃত ভিকটিম (১৪) ৮ম শ্রেনীর ছাত্রী।

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মোঃ মোশারফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আটককৃত আসামী জুম্মানের ও ভিকটিম (১৪) এর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। এরপর থেকেই জুম্মান বিভিন্ন ভাবে ভিকটিমকে কু-প্রস্তাব দেয়াসহ উত্যক্ত করে আসছিল। এতে ভিকটিম রাজি না হওয়ায় আসামী ভিকটিমকে বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করতে থাকে। ঘটনার এক পর্যায়ে গত ২৩ এপ্রিল সকাল অনুমান ১১টায় ভিকটিম মঠবাড়িয়া থানার বাহালী পট্টি ২নং ওয়ার্ডস্থ তার বসত ঘরের সামনে রাস্তার উপর বের হইলে আসামী জুম্মান ও তার সঙ্গীয় ২/৩ জন সহযোগীদের সহযোগীতায় পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমকে জোরপূর্বক মোটরসাইকেলযোগে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহরণকারী আসামীরা ভিকটিমকে অপহরণ করে কৌশলে আত্মগোপনে ছিল। এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, পরবর্তীতে র‌্যাব ১১, সিপিএসসি এর গোয়েন্দা টীম এই ব্যাপারে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যে উল্লেখিত আসামীকে আটকসহ ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় এবং এই মামলার অন্যান্য অজ্ঞাতনামা পলাতক আসামীদের গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য আসামীকে এবং উদ্ধারকৃত ভিকটিমকে পিরোজপুর মঠবাড়িয়া থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট