যুগেরনারায়ণগঞ্জঃ নিখোজের ৫ দিন গত হলেও কোন সন্ধান মিলেনি বাক্ব প্রতিবন্দি নেছারউদ্দিনের।
আদরের প্রতিবন্দি ছেলেকে হারিয়ে তার মা-বাবা নারায়ণগঞ্জ সহ মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে খুজে না পেয়ে দুশ্চিন্তায় খাওয়া দাওয়া ছেড়ে দিলেও রমজানের রোজা রেখে সকাল সন্ধা ছেলের খোজ নিতে ছবি নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটছেন বলে হারানো নেছারের বাবা মাসুদ খান জানান।
সকলের কাছে আবেদন এই যে নেছারউদ্দিনের সন্দান পেলে এই মোাইল নাম্বারে জানানোর জন্য অনুরোধ করেছেন মা বিলকিছ বেগম।
-০১৯৮৮৫৭৪২৫১-
-০১৯১৪৪৮৮৮১-