1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
অসুররা চিরদিন পরাজিতই হবে: মঈন খান বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান

দিনাজপুরে জানালার সাথে ঝুলন্ত এক নারীর মৃতদেহ উদ্ধার,এটা হত‍্যা নাকি আত্মহত‍্যা চলছে পুলিশি তদন্ত।

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১১৭ বার পড়া হয়েছে

মোঃজাহিদহোসেনঃ দিনাজপুর শহরের উওর বালুবাড়ী শাহী মসজিদ মোড় সংলগ্ন এক ভাড়া বাসা থেকে জানালার সাথে ঝুলন্ত অবস্থায় এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৩এপ্রিল ষন্ধ‍্যা আনুমানিক ৭টা ৩০মিনিটে উওর বালুবাড়ী শাহী মসজিদ মোড় সংলগ্ন বিলকিস কবিরের বাসার চারতালা থেকে রুমি আক্তার(২৩)নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। মেয়েটির স্বামীর নাম রশিদুল ইসলাম।প্রাথমিক ভাবে ঘটনাস্থল থেকে জব্দকৃত মৃতের ভোটার আইডি কার্ড ও প্রেস্ক্রিবশন থেকে তাদের নাম ও ঠিকানা নিশ্চিত করেন কোতয়ালি থানার পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর বিশ্বজিত রায়।
মৃত রুমি আক্তার দিনাজপুর সদর উপজেলার দক্ষিন কোতয়ালি ৯নং আশ্করপুর ইউনিয়নের সুন্দরা গ্রামের মমিনুল ইসলামের মেয়ে।এবং সে এক নার্সিং ইন্সষ্টিটিউটের শিক্ষার্থী বলে জানা যায়। মৃত রুমি আক্তারের স্বামী রশিদুল ইসলাম দক্ষিন কোতয়ালীর কাশিপুর এলাকার নাছিরুদ্দিনের ছেলে।সে পুরাতন মোটরসাইকেল কেনা বেচার ব‍্যবসা করতো বলে ভাড়া বাসা ও স্থানীয় সুত্রে জানা যায়। ঘটনাস্থলে তদন্তে আসা অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) শেখ মোঃ জিন্নাহ আল মামুন সাংবাদিকদের জানান এটা পরিকল্পিত হত‍্যা নাকি আত্মহত‍্যা তা এখনো স্পষ্ট নয়।তবে তদন্ত চলছে এবং ময়নাতদন্ত রিপোর্ট পেলেই নিশ্চত হওয়া যাবে হত‍্যা নাকি আত্মহত‍্যা।ভাড়া বাসার মালিকের পক্ষ থেকে জানানো হয় তারা আজ থেকে ছয় মাস পূর্বে বাড়ি ভাড়া নিয়েছে।স্বামী স্ত্রী একত্রেই থাকতো হঠাৎ আজ সন্ধ‍্যা আনুমানিক ৭টা ৩০মিনিটের দিকে মৃতের স্বামী আনটি আনটি বলে চিৎকার করলে আমরা তার ঘড়ে এসে দেখি সে তার স্ত্রীকে জরিয়ে ধরে উঠানোর চেষ্টা করছে এর কিছুক্ষন পর আমি পুলিশকে খবর দেবার জন‍্য চারতালা থেকে নীচে নামলে তার স্বামী নীচে নেমে মোটরসাইকেল নিয়ে চলে যায়।বর্তমানে মৃতের স্বামী রশিদুল ইসলাম পলাতক রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট