1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৪: শামীম ওসমান বিহীন কাসেমীকে লড়তে হবে নিজ দলের প্রার্থীদের সাথে! বন্দরে বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গ্রেপ্তারকৃতরা মুচলেকায় মুক্ত মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে গিয়াসউদ্দিনের আবেদন ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও বোমা বিষ্ফোরন, আটক-৮ দেশে খুনের ঘটনা আগের তুলনায় কমেছে: নাসিমুল গনি নির্বাচনে পুলিশের ভূমিকার ওপর বাহিনীর ভাবমূর্তি নির্ভর করবে: এসপি জিয়ার সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে খেজুর গাছকে বিজয়ী করতে হবে-রিয়াদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ১৭’শ পিচ ইয়াবাসহ আমানউল্লাহ গ্রেপ্তার “শহীদদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব”

ঈদকে সামনে রেখে বন্দর ১নং খেয়াঘাটের প্রধান রাস্তাটি হকারদের দখলে যানজটের সৃষ্টি

যুগের নারায়ণগঞ্জ
  • প্রকাশিত: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২১১ বার পড়া হয়েছে

যুগেরনারায়ণগঞ্জ :আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বন্দর বাজার টু বন্দর ১নং খেয়াঘাটের ব্যস্ততম সড়কটি হকারদের দখলে রয়েছে বলে অভিযোগ করেছে সচেতন মহল। ঈদের দিন যত ঘনিয়ে আসছে উল্লেখিত সড়কের যানযট র্তীব্র আকাড় ধারন করছে। স্থানীয়রা জানিয়েছে, বন্দর ১নং খেয়াঘাটের কিছু অসাধু ব্যাক্তি ও স্থানীয় সন্ত্রাসীদের দৈনিক চাঁদা ভিত্তিতে এখানকার হকাররা দীর্ঘ দিন ধরে তাদের ব্যবসা কার্যক্রম চালিয়ে আসছে। সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে আরো জানায়, হকাররা বন্দরে ১নং খেয়াঘাট থেকে শুরু করে বন্দর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় পর্যন্ত প্রধান সড়ক দখল করে বিভিন্ন পসরা বসিয়ে র্তীব্র যানযট সৃষ্টি করে সাধারন জনগনের যাতায়েতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে। বন্দর উপজেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কপোর্রেশনের চরম উদাসিনতার কারনে প্রতিনিয়ত মারাত্মক র্দূভোগের শিকার হচ্ছে ওই পথে চলাচলরত নগরবাসীসহ সাধারন জনগন । খেঁাজ নিয়ে জানা গেছে, বন্দর ১নং খেয়াঘাট থেকে শুরু করে বন্দর বাজার পর্যন্ত প্রধান সড়কের অধিকাংশ রাস্তা দখল করে বিভিন্ন পসড়া সাজিয়ে বসে আছে বিভিন্ন এলাকা থেকে আগত মৌসুমি ব্যবসায়ীরা।
এ ব্যাপারে বন্দর চৌধূরীবাড়ি এলাকার এক বাসিন্দা জনৈক আরিফ জানান, বন্দর ১নং খেয়াঘাট হলো বন্দরবাসী প্রানকেন্দ্র। এই ঘাট দিয়ে বন্দরে বিভিন্ন ইউনিয়ন ও সিটি কপোর্রেশনের বিভিন্ন ওয়ার্ডের প্রায় লক্ষাধীক সাধারন মানুষ নারায়ণগঞ্জের সাথে যোগাযোগ রাখতে এই ঘাট দিয়ে শহরমুখী হয়। সকালে বলেন বা দুপুরে বলেন এমনকি রাতে বলেন বন্দর ১নং খেয়াঘাট টু বন্দর বাজারে অবৈধ দোকানপাট গড়ে উঠার কারনে এই রুটে যানযট র্তীব্র আকাড় ধারন করেছে। অবৈধ দোকানপাট গড়ে উঠার পাশাপাশি সিএনজি, অটো ইজিবাইক, মিশুক ও অটোরিক্সা এলোমেল করে রাখার কারনে দীর্ঘ যানযট সৃষ্টি হয়ে মাহে রমজান মাসে রোজাদাররা চরম ভোগান্তির শিকার হচ্ছে। এগুলো দেখার কি কেউ নেই?।
এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে এক হকার গনমাধ্যমকে জানায়, প্রতিদিন ১২০ টাকা দিয়ে দোকান করি। মাগনা না ভাই। এখানে সকল হকারদের যা হবে আমারও তা হবে। কাকে ১২০ টাকা দিতে হয় হকারের কাছে জানাতে চাইলে সে গনমাধ্যমকে জানাতে অপরগতা প্রকাশ করে।
বন্দর উপজেলা পরিষদের নিবার্হী কর্মকতার্ বি.এ. কুদরত এ খুদা বলেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বন্দর ১নং খেয়াঘাটের প্রধান রাস্তার পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট