1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের বিরোদ্বে অনিয়ম ও দূনীতির অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৬৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: নারাযণগঞ্জ বন্দরে অনিয়ম ও দূর্নর্ীতির অভিযোগ উঠেছে মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন পরিচালনা কমিটির বিরুদ্ধে। মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নিয়ম অনুযায়ী ২ বছর পর পর নির্বাচন দেওয়ার কথা থাকলেও ৪ বছরেও চেয়ার ছাড়ছে না বর্তমান পরিচালনা কমিটি। মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রায় ১৫ লক্ষ টাকা এ কমিটির কাছে যা মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সোনালী ব্যাংক একাউন্টে না রেখে তাদের কাছে রেখে দিয়েছে আর সেই টাকাসহ অন্যান্য হিসেবের গরমিল আছে বলেই তারা নির্বাচন দিচ্ছেনা বলে মনে করেন সদস্যরা। মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ক্যাশিয়ার বলছে ফান্ডে কোন টাকা নেই, যা ছিলো তা খেলাধুলা ও মামলার পিছনে খরচ হয়েছে, অন্য দিকে কমিটির লোক ও সদস্যরা বলছে মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ১৫ লক্ষ টাকার উপরে রয়েছে যা সভাপতি, সাধারন সম্পাদক ও ক্যাশিয়ারের কাছে।
এব্যাপারে মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্য ও কমিটির একাধিক ব্যাক্তি বলেন, আমাদের মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নিয়ম অনুযায়ী ২ বছর পর পর নির্বাচনের মাধ্যোমে পরিচালনা কমিটি হওয়া, যা এখন ৪ বছরেও হচ্ছে না। আমাদের জানামতে স্টার ডায়েরী ফার্মর্ এর নিকট জমি পত্তানি, পুরাতন কমিউনিটি সেন্টার ও অফিস ভবন বিক্রি, জানাযার জায়গার অবকাঠামো বিক্রি, গেলারি বিক্রি, গাছ ও মেন গেট বিক্রি, দোকানা ভাড়াসহ বিভিন্ন খাদের প্রায় ১৫ লক্ষ টাকার উপরে রয়েছে যার কোন হিসেব সঠিক মত প্রকাশ করা হচ্ছে না। আমারা চাই মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের হিসাব সঠিক মত প্রকাশ করে নির্বাচনের মাধ্যোমে নতুন করে পরিচালনা কমিটি করা হোক।
এব্যাপারে মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর ক্যাশিয়ার মাসুম সিকদারের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, সাবেক সভাপতির করা মামলার জন্য জমি পত্তানি করা হচ্ছে না। মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের টাকা আছে একথা মিথ্যা। আমাদের যে টাকা ছিলো তা খেলাধুলা ও মামলায় খরচ হয়েছে যার হিসাব আমার কাছে আছে।
এব্যাপারে মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম খায়েরের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, জমি পত্তানির কিছু টাকা আমার কাছে আছে যা ফেরত দিতে হবে। মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন একটি সুনামধন্য প্রতিষ্ঠান এখান থেকে একটাও খাওয়ার ইচ্ছা আমার নেই।
এব্যাপারে মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি ফয়েজ আহম্মেদের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, জমি পত্তানিসহ মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের বিভিন্ন্ন অবকাঠামো বিক্রির প্রায় ১৫ লক্ষ টাকার উপরে রয়েছে যা সভাপতির কাছে আছে বলে আমরা জানি।
এব্যাপারে মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো: সুমন মিয়ার সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, এসব তথ্য আপনাকে যে সদস্য দিয়েছে তাকে নিয়ে আমার কাছে আইসেন তখন বলবো আমার কাছে কি আছে না আছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট