ফতুল্লা প্রতিনিধিঃ গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদ কর্তৃক আয়োজিত মরহুম সুলতান প্রধানের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার (২৯মার্চ) বাদ আসর গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে
গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদের সভাপতি ইস্তায়িম আহম্মেদ নিলয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক
ফজলুল হক জিতুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বীরমুক্তি যোদ্বা নজরুল ইসলাম, দক্ষিন গোয়ালবন্দ জামে মসজিদের সভাপতি মোহাম্মদ হোসেন, কাশীপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ হাবিবুর রহমান হাবিব, গোয়ালবন্দ সমাজ উন্নয়নের উপদেষ্টা মিজানুর রহমান মামুন, মোঃ কবির প্রধান, মোঃ দুলাল হোসেন,ও গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদের সহ সভাপতি মেহেদি হাসান সৈকত, মতিন প্রধান মোঃ নিন্দাল আহম্মেদ মাহবুবুর রহমান ঢালি রাকিব প্রমুখ্য। দক্ষিন গোয়ালবন্দ জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব ক্বারি ওবায়দুল্লাহ আসরাফির মোনাজাত পরিচালনায় মরহুম সুলতান প্রধানের রুমের আত্মার মাগফেরাত কামনা ও এলাকাবাসী জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।