1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :

শিশু সুরক্ষায় পিতা-মাতা ও শিক্ষকদের পাশাপাশি সমাজকে আরও দায়িত্ব নিতে হবে ওসি কোতোয়ালি-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেন বলেছেন, শিশু সুরক্ষায় পিতা-মাতা ও শিক্ষকদের পাশাপাশি সমাজকে আরও দায়িত্ব নিতে হবে। পারিবারিকভাবে-সামাজিকভাবে এবং ধর্মীয়ভাবে শিশুদের অধিকার প্রতিষ্ঠায় আন্তরিক হতে হবে। আমাদের সন্তানদের প্রতি নম্রতা দেখাতে হবে। ভালো শিখে শিশুরা একদিন ভালো মানুষ হবে। বাল্য বিবাহ প্রতিরোধ ও শিশু শ্রম নিরসনকল্পে সমাজের সচেতন মানুষদের এগিয়ে আসতে হবে।
বালুবাড়ীস্থ পল্লীশ্রী মিলনায়তনে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে ধর্মীয় নেতাদের সাথে শিশু সুরক্ষা বিষয়ক কর্মপরিকল্পনা তৈরী কর্মশালার উদ্বোধন করতে গিয়ে তিনি একথাগুলো বলেন। শিশু সুরক্ষা বিষয়ক জেলা কমিটির সভাপতি কাজী মোঃ আব্দুস সাত্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এপির সিনিয়র প্রোগ্রাম অফিসার ভিক্টরিয়া বিশ্বাসের সঞ্চালনায় এবং প্রোগ্রাম অফিসার সারামিতার সার্বিক তত্ত্বাবধায়নে আউলিয়াপুর ইউনিয়ন, চেহেলগাজী ইউনিয়ন, শশরা ইউনিয়ন, শেখপুরা ইউনিয়ন এবং দিনাজপুর পৌরসভা হতে আগত কমিটির সদস্য মোঃ মনোয়ার হোসেন, মোঃ ফরিদুল ইসলাম, মোঃ ওবায়দুর রহমান, মোঃ মামুনুর রহমান, শ্রী মদন মহন্ত। শিশু সুরক্ষার কর্মপরিকল্পনা তৈরীতে সুপারিশমালা প্রদান করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট