বন্দর প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত বীরমুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা হাজী আহমেদ তুষার মাঈনুদ্দিন। গত ৮ জানুয়ারী রাতে নারায়ণগঞ্জে নির্বাচনী ক্যাম্পে গিয়ে ৩য় বারের মত বিপুল ভোটে বিজয়ী এমপি সেলিম ওসমানকে এ শুভেচ্ছা জানান তিনি।
শুভেচ্ছা শেষে সাংবাদিকদের হাজী মাঈনুদ্দিন বলেন, আমি একজন ব্যবসায়ী ও আওয়ামী লীগের একজন কর্মী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি। আমি কলাগাছিয়া ইউনিয়ন বুরুন্দী গ্রামের সন্তান। কলাগাছিয়া ইউনিয়ন বুরুন্দী কেন্দ্রে লাঙ্গলের পক্ষে ব্যাপক ভোট পড়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যোগ্য নীতি-নির্ধারক ও বীরমুক্তিযোদ্ধা সেলিম ভাইকে সম্মান দেয়ার জন্য।