1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

দিনাজপুরে টিএমএসএসের আয়োজনে কৃষকদের ধান কাটার রিপার মেশিন ও ইলেকট্রিক স্প্রে বিতরণ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৬ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুরে সিটি ব্যাংকের সহযোগিতায় ও টিএমএসএস এর আয়োজনে প্রান্তিক কৃষকদেও মাঝে বিনামুল্যে ধান ও গম কাটা, আটিঁ বাধা হ্যান্ড রিপার মেশিন ও কৃষি কাজে ব্যবহারিত কীটনাশক ছিটানো ইলেকট্রিক স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
১৮ ডিসেম্বর ২০২৩ ইং সোমবার দিনাজপুর উপশহরের টিএমএসএস দিনাজপুর ২ নং শাখা প্রঙ্গনে ৫ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে ধান ও গম কাটা, আটিঁ বাধা হ্যান্ড রিপার মেশিন ও কৃষি কাজে ব্যবহারিত কীটনাশক ছিটানো ১০০ টি ইলেকট্রিক স্প্রে মেশিন বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করিম।
প্রধান অতিথি বলেন, কৃষককে আমাদের সম্মান করতে হবে। কৃষকরাই আমাদের বাচিঁয়ে রাখে, তারা যা উৎপাদন করে আমরা তা খেয়ে বাচেঁ থাকি। কৃষকরা শুধু আমাদের নয় এই দেশকে বাচিঁয়ে রেখেছে খাদ্য উৎপাদন করে। প্রচলিত নিয়মে ধান কাটার কারণে কৃষকদের সময় এবং খরচ বেড়েই চলছে । এতে করে কৃষকদের অনেক খরচ হয়ে থাকে। দিন দিন শ্রমিক সংকট বাড়ছে। এ সকল সমস্যার সমাধান হিসাবে তথ্য প্রযুক্তি এই যুগে বেরেছে প্রযুক্তির ব্যবহার ধান কাটা মেশিন । এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবীদ মোঃ জাফর ইকবাল, টি এম এস এস এর দিনাজপুর ডোমেইন প্রধান মোঃ ওসমান গনি, দিনাজপুর জোন প্রধান মোঃ রুহুল আমিন,দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আঃ রশিদ, টি এম এস এস দিনাজপুর-২ টি এম এস এস শাখা প্রধান মোঃ মোরশেদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য ধান ও গম কাটা, আটিঁ বাধা এই হ্যান্ড রিপার মেশিনটি সময় বাঁচায়,খরচ কমায় ,এই মেশিনটি খুব শহজেই ব্যবাহার করা যায় শক্তি কম লাগে যার জন্য যে কেউ এই মেশিন ব্যবহার করতে পারে। ৫ জনের কাজ এই মেশিন দিয়ে একাই করতে পারবেন। ২ লিটার পেট্টল দিয়ে ২ঘন্টা কাজ করা যায়। এটি ওজনে হালকা। কাদা পানিতেও ধান কাটা যায়। অগোছালো ভাবে রোপন করা ধান কাটা যায় । শোয়া ধান/গম/ঘাস কাটা যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট