প্রতিঘাত
–আবু নাসির
আমি বদলাইনি, বদলানোর ইচ্ছাও ছিলে না
তোমরা আমাকে বদলে যেতে বাধ্য করেছো।
আমি কোন দিন খারাপ ছিলাম না
তোমরা আমাকে জোর করে খারাপ করেছো।
আমি আকাশের কাছে কয়েক ফোঁটা বৃষ্টি চেয়েছি
তোমরা আকাশের মেঘ কে ধূয়ায় পরিনত করে
আমার বুক শীতল করা বৃষ্টি নামতে বাঁধা দিয়েছো
এখন আর আমি সবুজ অরণ্য দিতে পারি না।
তোমরা আমার স্রোতস্বনী নদীর বুকে বাঁধ দিয়েছো
থমকে গেছে প্রবাহিত নদী হারিয়েছে চলার শক্তি
চলার গতি হারিয়ে রাগে প্রতিশোধ হিসাবে
নদী গ্রাস করছে বসত বাড়ী জায়গা জমি।
সর্বহারা মানুষের ঠাঁই হয়েছে রাস্তায়, গাছের তলে
প্রকৃতির সাথে তোমরা যুদ্ধ ঘোষনা করেছো
এর প্রতিক্রিয়ার আগুনে তোমরা দহন হবে
হবে অস্তিত্বহীন সকল সুবিধা হতে বঞ্চিত।।