1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

আবু নাসিরের কবিতা অপবিত্র আত্মা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২৮১ বার পড়া হয়েছে

অপবিত্র আত্মা
–আবু নাসির

কবিতার কথা বদলাতে চাও!
তার আগে নিজেকে বদলে ফেলো।
তা না হলে তুমি নিজেই
নিজেকে অপবিত্র করার
দায় এড়াতে পারবে না।
কথার ফুল ঝুরি দিয়ে
মানুষের দৃষ্টি নিজের দিকে আনো
অথচ একটা কথার বাস্তবায়ন করো না
তোমাকে কি বলে জানো?
জানো না! তুমি একটা মোনাফেক
নষ্ট দূর্গন্ধময় জীবন যাপন করো।
তোমাকে দেখে রাস্তার নেড়ি কুকুটা
ঘৃনায় ঘেউ ঘেউ করে অথচ তুমি অবোধ
এটা বোঝার ক্ষমতা তোমার নাই তুমি অন্ধ
লোভ, লালসা আর ক্ষমতা পেয়ে
এই প্রভাবে তুমি একজন প্রতারকও বটে।
আরো কতো যে টাইটেল তোমাদের পাওনা
সে হিসাব কারো নেই জানা
আছে তোমাদের জন্য জনতার এক রাশ ঘৃনা।।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট