
নিজস্ব সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বহুল আলোচিত চনপাড়ার কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রায়হানকে পিস্তল ও হেরোইনসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গত শনিবার রাতে চনপাড়া ৯/২ নং ওয়ার্ডের ফারুক মিয়ার বিল্ডিং ঘেরাও করে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় ভবনটির একটি কক্ষের মেঝের তোষকের নিচ থেকে ১ টি বিদেশীঅস্ত্র, ১টি ম্যাগজিন ও ১৫০০ ছোট পুরিয়া (৩০০ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়। রায়হানের বিরুদ্ধে রোববার রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে রবিবার বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।