দিনাজপুর প্রতিনিধিঃ ঘোড়াঘাট থানা কর্তৃক অভিযান পরিচালনা করে ০৭ টি মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মোহাম্মদ আবুল বাশার, পিতা মোঃ আবু বকর সিদ্দিক, সাং দক্ষিণ দেবীপুর, থানা ঘোড়াঘাট কে সাভার থানা এলাকা থেকে এবং ২ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মোঃ সাদ্দাম হোসেন ওরফে সুমন চৌধুরী,পিতা মৃত হাফিজার রহমান ভোলা চৌধুরী, সাং বলদিয়া পাড়া, থানা ঘোড়াঘাট জেলা দিনাজপুর কে গাজীপুর মেট্রো গাছা থানা এলাকা থেকে চৌকস এসআই মোঃ মোজাফফর রহমান, এএসআই মোঃ রফিকুল ইসলাম সঙ্গীও ফোর্স সহ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। অপরাধী যেই হোক তাকে অবশ্যই আইনের কাঠগড়ায় দাঁড়াতে হয়। শুধু সময়ের অপেক্ষা মাত্র।
সুমন চৌধুরী প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করেছে মর্মে জনশ্রুতি আছে। সঠিক তথ্য দিন, সেবা নিন, আসুন সকলে আইন মেনে চলি।