1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

চিরিরবন্দর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২২৮ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মন্জুরুল ইসলাম (২২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার শাহাপুর কামারপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত মন্জুরুল উপজেলার পূনট্রি ইউনিয়ের কামারপাড়া গামের মজিবর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানা পুলিশের ওসি বজলুর রশিদ।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক মঞ্জুরুল ইসলামের নিহতের ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন পুলিশ ঘটনা স্থলে পৌছে গেছে। ইতিমধ্যে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেছে পুলিশ। লাশের দুটি স্থানে দুটি করে গুলির দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে মোট চারটি গুলি করেছে।
স্থানীয় ইউপি সদস্য মাজেদুর রহমান (বাচ্চু) বলেন, গতকাল মঙ্গলবার রাতে ১২ টার দিকে কামার পাড়া শাহপুর সীমান্তে আনুমানিক ৫০ মিটার দুরে বিএসএফের গুলিতে নিহত মঞ্জুরুল লাশ পড়েছিলো। পরে পরিবারের লোকজন লাশটি বাসায় নিয়ে আসে।
তিনি আরোও বলেন, নিহত মঞ্জরুল পেশায় একজন কৃষক ছিলো এলাকার মানুষ ভালো ছেলে হিসেবে চেনা জানা ছিল কিন্তু কি কারনে রাতে সীমান্তে কাঁটাতারের কাছে গেছিলো এ বিষয়ে পরিবার সহ স্থানীয়রা কিছু বলতে পারছে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট