1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

দিনাজপুর শহরকে পরিস্কার পরিচ্ছন্ন ও স্বাভাবিকভাবে পথ চলার ব্যবস্থা গ্রহণের দাবীতে জেলা প্রশাসক বরাবর মহিলা পরিষদের স্মারকলিপি-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধিঃ পরিস্কার পরিচ্ছন্ন ও স্বাভাবিকভাবে পথ চলার ব্যবস্থা করে দিনাজপুর শহরকে একটি নিরাপদ দুষণমুক্ত শহরে পরিণত করার এবং সরকারি প্রতিষ্ঠানের জায়গা গুলো দখল করে পেরাচি ঘেষে রাস্তা-ঘাট সংস্কার ও ড্রেনের উপর ঢালাই করে স্লাব বসিয়ে দোকানপাট তৈরি করে ফুটপাত বন্ধ করে যানজট সৃষ্টি করে চলাচলের রাস্তা বিপদে চলে জন সাধারণ এ কারণে অবৈধ উচ্ছেদ হওয়া উচিত ব্যাাটারি চালিত অটো রিক্সার নিয়ন্ত্রণ ও ভাড়া নির্ধারণের জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ।
৯ মে (মঙ্গলবার) জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসক শাকিল আহমেদ বরাবর বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান ও সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম স্বাক্ষরিত আবেদন পত্রে বলা হয় বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর এর সংগঠক ও কর্মীবৃন্দ দীর্ঘদিন ধরে উদ্যোগের সাথে লক্ষ্য করছে যে, দিনাজপুর শহরের যেখানে-সেখানে উন্মুক্ত স্থানে ময়লা আবর্জনা ফেলে দিনাজপুর শহরকে ময়লার ভাগারে পরিণত করা হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তা-ঘাটেরও বেহাল অবস্থা। এই অবস্থায় সবচেয়ে বেশী শারীরিক অসুস্থতার শিকার হচ্ছেন বৃদ্ধ ও অন্তঃস্বত্বা নারী। ভাঙ্গা রাস্তা ও ডাস্টবিনের নোংরা দূর্গন্ধে পথচারীদের চলাফেরা করা কস্টসাধ্যই শুধু নয় বিপদজনক হয়ে পড়েছে। এছাড়া নিয়মিত ডাস্টবিন পরিস্কার না হওয়ায় রাস্তা জুড়ে ভাঙ্গা ডাস্টবিনের চারপাশে নোংরা ছড়ানো ছিটানো থাকে। এর ফলে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এবং কুকুরের উৎপাতও বেড়েছে। এতে পরিবেশ দূষিত হয়ে সাধারণ জনস্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। এবং গর্ভবতী ও প্রসূতি মায়ের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাচ্ছে। এ অবস্থায় প্রতিনিয়ত সাধারণ জনগণ দুর্ঘটনার শিকার হচ্ছে।
দিনাজপুর শহরে অটো রিক্সার দৌরাত্ম ও অনির্ধারিত ভাড়ার কারণে বিশেষ করে ভাড়া নির্ধারিত না থাকায় প্রায় অটো রিক্সা ও যাত্রীর মধ্যে বিবাদ লেগেই থাকছে। জন প্রতি না-কি রিজার্ভ এই বিষয়টি নির্ধারিত হলে জনগণ তথা নারী শিশুরা নির্বিঘ্নে পথ চলতে পারবে। অটো রিক্সার দৌরাত্ম্যের কারণে প্রায়শই অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে। এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। কিন্তু কোন কার্যকরি উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। এ জন্য আমরা এ বিষয় থেকে উত্তরণের আশু ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক মহোদয়ের সু-দৃষ্টি কামনা করছি।
এছাড়াও শহরের বিভিন্ন স্থানে বাড়ি-ঘর নির্মাণ ও সংস্কারের জন্য ইচ্ছে মতো রাস্তা দখল করে বালি, ইট, খোয়া, সিমেন্ট, রড রাখা হচ্ছে। যা যানবাহন ও মানুষ চলাচলে অন্তরায় এবং অবৈধভাবে স্থাপন করা চা ও ফলমূল দোকানপাট অপসারণের উদ্যোগ নিতে হবে।
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শহর পরিস্কার-পরিচ্ছন্ন ও স্বাভাবিকভাবে পথ চলার ব্যবস্থা করে দিনাজপুর শহরকে একটি নিরাপদ দূষণমুক্ত শহরে পরিণত করার এবং রাস্তাঘাট সংস্কার ও অটো রিক্সার বিষয়টির দিকে গভীর দৃষ্টি দেয়ার জন্য জোড় দাবী জানানো হয় স্মারকলিপিতে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মাহবুবা খাতুন, মিনতি ঘোষ, সাংগঠনিক সম্পাদক রুবিনা আকতার, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক রুবি আফরোজ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক রাজিয়া সুলতানা পলি, পরিবেশ সম্পাদক মওদুদা বেগম, সদস্য শুকলা কুন্ডু, প্রোগ্রাম এক্সিকিউটিভ নীপা শেঠ ও অফিস সহকারী মিনা দাস।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট