1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

ফতুল্লায় চাঁদা না পেয়ে যুবককে নির্যাতন, ২ ভাই আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় দাবিকৃত এক লাখ টাকা চাঁদা না পেয়ে গোলাম কিবরিয়া সাগর (১৯) নামে এক যুবককে রাস্তা থেকে তুলে নিয়ে আটকে রেখে নির্যাতনের অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পর অপহৃত যুবককে উদ্ধার করা হয়।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে ফতুল্লার লালখাঁ এলাকা থেকে অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

আটকরা হলেন লালখাঁ এলাকার আনোয়ার মাস্টারের পুত্র হৃদয় (৩২) ও সৌরভ (২২)। এলাকাবাসীর অভিযোগ, তাদের বিরুদ্ধে নারী নির্যাতনসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে আটক দুইজনসহ আরও কয়েকজনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি সন্ধ্যায় গোলাম কিবরিয়া সাগর বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। একপর্যায়ে সাগরের মা জানতে পারেন, লালখাঁ এলাকার হৃদয় ও তার সহযোগীরা সাগরকে আটকে রেখে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করছে।

ছেলেকে উদ্ধারের আশায় কাকলী বেগম স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন ব্যক্তির দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা না পেয়ে পুলিশের শরণাপন্ন হন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় লালখাঁ এলাকায় অভিযান চালিয়ে সাগরকে উদ্ধার করে এবং অপহরণকারী দুই ভাইকে আটক করে।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তা থেকে তুলে নিয়ে এক যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হচ্ছিল- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট