1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

আড়াইহাজারে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ফাতেমা নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালীবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা তিনগাঁও গ্রামের হাসেমের মেয়ে। সে স্থানীয় ‘এবার গ্রিন কিন্ডারগার্ডেন’র শিক্ষার্থী ছিল। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হয় শিশুটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালীবাড়ি এলাকার সড়কের পাশে মা ও মেয়ে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি দ্রুতগতির ট্রাক হঠাৎ শিশুটিকে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ফাতেমার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকটি সড়কের পাশে ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে মানুষের ভিড় জমে ওঠে। সন্তানের নিথর দেহ জড়িয়ে ধরে ফাতেমার মা বারবার মূর্ছা যাচ্ছিলেন। তার হৃদয়বিদারক কান্নায় পুরো এলাকা শোকাহত হয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা অভিযোগ করেন, ওই সড়কে দীর্ঘদিন ধরে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল চলছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে স্কুলগামী শিশুদের নিরাপত্তা নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট