1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে শিক্ষকের ওপর হামলা, শিক্ষার্থীদের বিক্ষোভ ফতুল্লায় রায়হান মোল্লাকে কুপিয়ে হত্যা, চার আসামি গ্রেপ্তার ছাত্রলীগ কর্মীকে মব আখ্যা দিয়ে হেনস্থা, আইনজীবীদের বাধা নারায়ণগঞ্জে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দাবি জমিয়ত নেতার ৫৫ কোটি টাকার রাস্তা এখন বন্দরবাসীর গলারকাটা! সিলেটে বিএমএসএফের ১৪ দফা দাবি সমাবেশের উদ্বোধন গণতন্ত্র শক্তিশালী করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ জরুরি-সালমা খাতুন ফতুল্লায় ট্রাকচাপায় প্রানগেল বিচারপ্রার্থীর রূপগঞ্জে বিদেশি রিভলবার-গুলিসহ সন্ত্রাসী হেলাল গ্রেপ্তার বন্দরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সচেতনতামূলক সভা

গণভোট বিষয়ে উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়নগঞ্জের সদর উপজেলা প্রশাসন ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট বিষয়ে জনসচেতনতা ও নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে একটি উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে ফতুল্লা মডেল থানার ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম, ফয়েজ উদ্দিনের সভাপতিত্বেসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ
রায়হান কবির বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। গণভোটের মাধ্যমে জনগণ তাদের মতামত স্বাধীনভাবে প্রকাশের সুযোগ পায়, যা গণতন্ত্রের মূল ভিত্তি।
৫ আগস্টের পর নতুন করে রাস্ট্র মেরামতের একটা সুযোগ রয়েছে। আমাদের কিছু সংস্কার দরকার। সরকার বা রাজনৈতিক নেতৃবৃন্দ নিজেরা সংস্কার না করে জনগনের ওপর ছেড়ে দেয়া হয়েছে। আর তাই এই গনভোটের আয়োজন করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে হ্যা বা না (গনভোট) ভোট ভোট অনুস্ঠিত হবে। আগে ভোট দেওয়ার পরিবেশ ছিলোনা। এবার ভোট দেওয়ার সুযোগ এসেছে। তাই আপনারা আপানাদের ভোট দিয়ে মনের ইচ্ছা প্রকাশ করবেন।
আপনি হ্যা বা না তে ভোট দিবেন সেটা আপনাদের বিষয়। আমরা আপনাদের নিকট ভোট প্রয়োগের বিষয়ে সচেতন করার বিষয়ে আলোচনা করতে এসেছি।
আরো উপস্থিত ছিলেন সহকারী ভূমী অফিসার (ফতুল্লা সার্কেল এসিল্যান্ড) আসাদুজ্জামান নুর, উপজেলা নির্বাচনী রিটার্নি কর্মকর্তা মোঃ তাছিনুর রহমান, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া, ফতুল্লা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন সহননির্বাচন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

বক্তারা ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করার পাশাপাশি নির্বাচন সংক্রান্ত ভ্রান্ত ধারণা দূর করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং ভোটারদের সচেতন করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট