
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানায় বাৎসরিক ছুটির ভাতার দাবিতে আন্দোলন করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকার আহসান অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা এ আন্দোলন শুরু করে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, তারা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির কাছে বাৎসরিক ছুটির ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। এ দাবির প্রেক্ষিতে চলতি মাসের ১০ জানুয়ারির মধ্যে ভাতা পরিশোধের সময়সীমা নির্ধারণ করা হলেও কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধ করেনি। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা আন্দোলনে নামেন।
শ্রমিকদের আন্দোলনের মধ্যে কারখানা কর্তৃপক্ষ কর্মপরিবেশ অনুকূল নয় উল্লেখ করে শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী নোটিশ টাঙিয়ে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।
এ বিষয়ে শিল্প পুলিশের এক কর্মকর্তা জানান, “বাৎসরিক ছুটির ভাতার দাবিতে আহসান অ্যাপারেলসের শ্রমিকরা আন্দোলন শুরু করলে পরিস্থিতি বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।”