
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে মাঠপর্যায়ে নেতা-কর্মীদের কাজ করার আহ্বান জানিয়ে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, “কালাম সাহেব ও তার পরিবারের আমাদের ডাকুক আর না ডাকুক। আমি কিন্তু দলের দায়িত্বে আছি। সুতরাং প্রতিটি নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের এ প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সবাইকে নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করবো।”
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বন্দরের ফরাজিকান্দায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
টিপু বলেন, “এই নারায়ণগঞ্জ-৫ আসনে আমরা অনেকেই নমিনেশন চেয়েছিলাম, পাইনি। তারেক রহমান সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামকে ধানের শীষের প্রার্থী হিসাবে মনোনীত করেছেন। কালাম সাহেব ও তার পরিবার আমাদের ডাকুক আর না ডাকুক। আমি কিন্তু দলের একটি দায়িত্বে আছি। সুতরাং প্রতিটি নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে এ প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সবাইকে নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করবো।”
এ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার মধ্য দিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের ‘হাতকে শক্তিশালী’ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, “যে যত বড় ষড়যন্ত্র ও কুক্ষিগত করুক, শাহেন শার নেতৃত্বে বন্দর থানা নির্বাচন পরিচালনা হবে। কেউ করুক বা না করুক, আমি শাহেন শাহকে দিয়ে বন্দর থানা নির্বাচন পরিচালনা করাবো। এবং মহানগর বিএনপির নেতৃত্ব নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালামের নির্বাচন পরিচালনা হবে। আর দায়িত্বপ্রাপ্ত আমানতের খেয়ানত করবে না।”
“২০১৪ সালে যখন আকরাম সাহেব ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন, সেদিন যারা ধানের শীষের পুলিং এজেন্টেরকে লাঠির আঘাত দিয়ে কেন্দ্র থেকে বের করে দিয়েছিল তাদের কাছে কোন দায়িত্ব দেওয়া যাবে না। কারণ তারা আমানতের খেয়ানত করেছে।”
আবুল কালামের পক্ষে ভোট চেয়ে টিপু বলেন, “আমি আপনাদেরকে অনুরোধ করবো নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি প্রার্থী অ্যাড. আবুল কালামকে ধানের শীষে ভোট দিবেন। এবং তাকে ভোট দেওয়া হলে তারেক রহমান ও জিয়া পরিবারকে বোট দেওয়া হবে। সর্বশেষ আমার একটি অনুরোধ আপনার কাছে আবারও হাত জোর করে বলছি বেগম খালেদা জিয়াকে মরহুম বলতে কষ্ট হয়। মনে হয় এখনও সে হাসপাতালে আসেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন।”
“আমি একটি কথা বলতে চাই, অতীতে কি হয়েছে জানি না। ৯১ ও ২০০৬ সালে কি হয়েছে তা জানি না। ইনশাআল্লাহ আপনারা যদি এবার আবুল কালামকে নির্বাচিত করেন এবংতারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় ইনশাআল্লাহ বন্দর উপজেলার উন্নয়নের সকল কাজ এনে দিবো। কালম সাহেব না আনতে পারলেও আমরা মহানগর বিএনপি তারেক রহমানের হাতে পায় ধরে উন্নয়নের কাজ এনে দিবো।”