
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে এক সংসদ সদস্য প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১০ জানুয়ারি) সোনারগাঁ উপজেলার পৌর শহরের আদমপুর মুন্সীরাইল এলাকায় বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত সংসদ সদস্য প্রার্থী গোলাম মসীহকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোলাম মসীহের নিজস্ব বাসভবন পোদ্দার বাড়িতে তার স্ত্রী মরিয়ম মসীহের নেতৃত্বে কয়েকশ নারীকে তালিমের নামে ডেকে এনে নির্বাচনী প্রচার ও হাতপাখা প্রতীকে ভোট চাওয়া হয়। এ সংক্রান্ত খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান এবং তাৎক্ষণিকভাবে জরিমানা করেন।
এ বিষয়ে সংসদ সদস্য প্রার্থী গোলাম মসীহ বলেন, “তালিমের উদ্দেশ্যে নারীরা আমার বাড়িতে এসেছেন। কে বা কারা হাতপাখা প্রতীকে ভোট চেয়েছে, সে বিষয়ে আমার জানা নেই।”